থানচিতে অনুষ্ঠিত হতে যাচ্ছে- সাংগ্রাই প্যোয়ে উৎসব
॥ থানচি উপজেলা প্রতিনিধি ॥
করোনার ধাক্কা কাটিয়ে দুই বছর পর উচ্ছাস উদ্দীপনায় মধ্যদিয়ে আবারো বান্দরবানে থানচিতে বৌদ্ধ ধর্মালম্বীদের মারমা সম্প্রদায়ের পৃথক পৃথকভাবে জলকেলী উৎসব সাংগ্রাই অনুষ্ঠিত হতে যাচ্ছে। আগামী ১৩ এপ্রিল থেকে ১৮ এপ্রিল পর্যন্ত নানান আয়োজনে ঐতিহ্যবাহী সাংগ্রাই উৎসব অনুষ্ঠিত হবে।
এদিকে থানচি উপজেলা মাহা সাংগ্রাইন প্যোয়ে (জলখেলী) উৎসব উদযাপন কমিটির আয়োজনে থানচিতে বর্ষবরণের শোভাযাত্রা, ঐতিহ্যবাহী পিঠা উৎসব, জলকেলী উৎসবসহ সাংস্কৃতিক মনোজ্ঞ ও বিহারে ধর্ম দেশনা শ্রবণ অনুষ্ঠিত হবে। এছাড়াও রেমাক্রী ও বলিপাড়া ইউপিসহ পৃথক পৃথকভাবে নানান আয়োজনে বৌদ্ধ ধর্মালম্বীদের বিভিন্ন বিহারে সাংগ্রাইন উৎসব পালন করতে যাচ্ছে।
পার্বত্য জনপদের ক্ষুদ্র ক্ষুদ্র জনগোষ্ঠীর নিজ নিজ ভাষা, সংস্কৃতি, ঐতিহ্যবাহী জলকেলীসহ খেলাধুলা ও ঐতিহ্য দেশবাসীর কাছে তুলে ধরতে প্রতি বছরে ন্যায় এবারও বৌদ্ধ ধর্মালম্বীদের মারমা সম্প্রদায়ের পৃথক পৃথকভাবে বিভিন্ন বিহারসহ থানচি বাজার মডেল স্কুল মাঠ প্রাঙ্গনে সাংস্কৃতিক মনোজ্ঞ মনোরম অনুষ্ঠান অনুষ্ঠিত হতে যাচ্ছে। মাহা সাংগ্রাই পোয়েঃ আনন্দময় অনুষ্ঠানে সবান্ধব সকলে আমন্ত্রণ জানালেন আয়োজকরা।
বৌদ্ধ ধর্মালম্বীদের মারমা সম্প্রদায়ের মাহা সাংগ্রাইন জলকেলী উৎসব ও সাংস্কৃতিক মনোজ্ঞ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন উপজেলা চেয়ারম্যান থোয়াইহ্লা মং মারমা।
এসময় আরো বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থাকবেন উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) আতাউল গনি ওসমানী, প্রশাসনের (এসিল্যান্ড) সহকারী কমিশনার ভূমি রাহুল চন্দ, ভাইস চেয়ারম্যান চসাথোয়াই মারমা (পকশৈ), থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সুদ্বীপ রায়, মহিলা ভাইস চেয়ারম্যান নুমেপ্রু মারমাসহ থানচি উপজেলার বিশিষ্টজনরা।
আয়োজক থানচি উপজেলা সাংগ্রাইন পোয়েঃ উৎসব উদযাপন কমিটি এর সূত্রে জানা গেছে, বান্দরবানে থানচিতে এবার কেন্দ্রীয় ভাবে সাংগ্রাই জলকেলী উৎসব অনুষ্ঠিত হবে। আগামীর ১৭ এপ্রিলে দুপুর ২টায় থেকে কেন্দ্রীয় ভাবে সাংগ্রাইন জলকেলী উৎসব শুভ উদ্বোধন করা হবে। এবং রাতের মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান থাকবে।
উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) আতাউল গনি ওসমানী বলেন, থানচির বৌদ্ধ ধর্মালম্বী মারমা সম্প্রদায়ের মহা সাংগ্রাই উৎসব উদযাপন অনুষ্ঠানে সকলে নির্বিঘ্নে উৎসব উপভোগ করতে পারে সে ব্যবস্থাই আইন শৃঙ্খলা বাহিনী সার্বিক প্রস্তুতি নিয়ে রেখেছে বলে জানান তিনি।