[vc_row][vc_column css=”.vc_custom_1596871563159{margin-bottom: 0px !important;}”][vc_column_text css=”.vc_custom_1596874329023{padding-top: -30px !important;}”]

শিরোনাম
দীঘিনালায় যৌথবাহিনীর হাতে অস্ত্রসহ ইউপিডিএফ কর্মী আটকবান্দরবানে রিপোর্টার্স ইউনিটির ভবন জোড়পূর্বক দখলের অভিযোগবান্দরবানের থানচিতে ১১ দফা দাবিতে বিক্ষোভ মিছিল ও গণসমাবেশমানিকছড়িতে চাঁদাবাজি করতে এসে জনতার হাতে অস্ত্রসহ সন্ত্রাসী আটকবরকল উপজেলার ভূষণছড়া ইউনিয়ন পরিষদে প্রশাসক নিয়োগরাঙ্গামাটির লংগদুতে নৌকার কিছু নেতাকর্মী এখন ট্রাকে উঠে গেছেকাজে দীর্ঘসূত্রতা পরিহার এবং স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত করতে হবে-পার্বত্য উপদেষ্টাসড়ক দুর্ঘটনায় কাপ্তাই বিএফআইডিসি এলপিসি শাখার কর্মচারী নিহতমানিকছড়ির নবাগত ইউএনও’র সাথে বাংলাদেশ মারমা ঐক্য পরিষদের শুভেচ্ছা বিনিময়খাগড়াছড়িতে বন্যাকবলিত শিক্ষার্থীদের শিক্ষা উপকরণ বিতরণ
[/vc_column_text][/vc_column][/vc_row]

বরকলে নিম্ন আয়ের মানুষের ভরসা এখন টিসিবি পণ্য

৮১

॥ বরকল উপজেলা প্রতিনিধি ॥

রাঙ্গামাটি বরকলে নিম্ন আয়ের মানুষের ভরসা এখন সরকার কর্তৃক ন্যায্যমূল্য বিতরণকৃত ট্রেডিং কর্পোরেশন অব বাংলাদেশ (টিসিবি) পণ্য। শনিবার (৯ এপ্রিল) সকালে উপজেলার বরকল ইউনিয়ন ও আইমাছড়া ইউনিয়নে কলাবুনিয়া বাজার ও বরকল বাজার বিক্রয় কেন্দ্রে ২য় পর্যায়ের টিসিবি পণ্য নিতে এসে এসব কথা বলেছেন জনসাধারণ। তবে পণ্যর মধ্যে কিছু পরিবর্তন করলে কিছুটা উপকারভোগীদের জন্য ভালো হয় বলে এমনই মন্তব্য করেছেন অনেকেই।

উপকারভোগীদের মধ্যে দীপালি চাকমা জানান,বাজার দরের চেয়ে সরকারের দেয়া পণ্য অনেকটা তার কাছে সাশ্রয়ী মনে হচ্ছে।তবে ডাল,চিনির পরিমাণ কমিয়ে দিয়ে চাল,পেঁয়াজ, রসুন ন্যায্যমূল্য বিক্রয় করা হলে পরিবারের জন্য ভালো হয়।

আরও এক উপকারভোগী মোঃ শাহালম জানান,ন্যায্যমূল্য এবং কম দামে পণ্য সেবা পেয়ে সে অত্যন্ত খুশি।ডাল,চিনি বাদে চাল,রসুন, পেঁয়াজ এসব নিত্য প্রয়োজনীয় যদি সরকার দেয়ার চেষ্টা করে জনসাধারণের জন্য ভালো হয়।আর ভবিষ্যতে টিসিবি পণ্য সেবা অব্যহত রাখা দরকার।

বরকল ইউপি ১ নম্বর ওয়ার্ড সদস্য মোঃ আবু বক্কর বলেন,টিসিবি সেবার আওতার বাইরে থাকা সুবিধা বঞ্চিত পরিবারকে অন্তর্ভুক্ত করা দরকার। ন্যায্যমূল্য পণ্য সেবা পেয়ে যেহেতু নিম্ন আয়ের মানুষ ভরসা পাচ্ছে। সেহেতু দূর্গম এলাকার জনসাধারণের অবস্থা দেখে ওয়ার্ড পর্যায়ে সেবা নিশ্চিত করা দরকার। আর নিত্য প্রয়োজনীয় জিনিসপত্রের মধ্যে চাল,পেঁয়াজ, রসুন এ পণ্য সরকার ন্যায্যমূল্য বিতরণের সুব্যবস্থা করে দিলে বরকলবাসী উপকার পাবে। যদি সম্ভব হয় প্রতি মাসে একবার টিসিবি পণ্য সেবা চালু রাখা দরকার।

বরকল ইউএনও জুয়েল রানা জানান,জনসাধারণের চাহিদা অনুযায়ী পণ্য সংযোজন অবশ্যই প্রয়োজন রয়েছে। তবে রমজান মাসে প্রধানমন্ত্রীর অভিপ্রায় হিসেবে নতুন পণ্য সংযোজন করে বিক্রয় করা হচ্ছে। আর বরকল উপজেলায় উপকার ভোগীদের প্রয়োজনে ডিলার সংখ্যা বাড়িয়ে সেবা নিশ্চিত করার চেষ্টা করবেন উপজেলা নির্বাহী কর্মকর্তা জুয়েল রানা।

এসময় আইমাছড়া ইউপি চেয়ারম্যান সুবিমল চাকমা,বরকল ইউপি চেয়ারম্যান প্রভাত কুমার চাকমা,ট্যাগ অফিসার উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মোঃ সুলতান আহমদ,আইমাছড়া ইউনিয়নের টিসিবি পণ্যর ডিলার মোঃ ফারুক ও সুবলং ইউনিয়নের ডিলার কাঞ্চন চৌধুরী উপস্থিত ছিলেন।