রাজস্থলীতে মাঠ দিবস পালিত
॥ রাজস্থলী উপজেলা প্রতিনিধি ॥
রাঙ্গামাটি জেলার রাজস্থলী উপজেলার কুইক্যাছড়ি এলাকায় নতুন জাতের ভুট্রা উৎপাদন কলাকৌশলের ভিত্তি করে বাংলাদেশ আঞ্চলিক কেন্দ্র গম ভুট্টা গবেষণা ইনিস্টিউট এর উদ্যাগে মাঠ দিবস পালিত হয়।
শুক্রবার (৮ জুলাই) সকালে উপজেলার কুইক্যাছড়ি পাড়ায় প্রান্তিক চাষীদের মাঝে মাঠ দিবসে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাজস্থলী উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান অংনুচিং মারমা।
সভায় সভাপতিত্ব করেন, সাধন কৃঞ্চ চাকমা মাঠ কর্মকর্তা সিপিপি পিএইপি কারিতাস, বিশেষ অতিথি ছিলেন আহসান আলী বৈজ্ঞানিক কর্মকর্তা বাংলাদেশ আঞ্চলিক গম ভুট্টা গবেষণা ইনিস্টিউট ঢাকা। এ ছাড়া ও এলাকার গণ্যমান্য সুশীল সমাজের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।