[vc_row][vc_column css=”.vc_custom_1596871563159{margin-bottom: 0px !important;}”][vc_column_text css=”.vc_custom_1596874329023{padding-top: -30px !important;}”]

শিরোনাম
দীঘিনালায় গার্ল গাইডস এসোসিয়েশনের ৫দিনব্যাপি বিজ্ঞপাখি মৌলিক প্রশিক্ষণ সম্পন্নখাগড়াছড়ির দীঘিনালায় বাড়ির সদস্যদের অজ্ঞান করে দূর্ধষ চুরিগুণগত শিক্ষা জাতিগত ভেদাভেদ ভুলিয়ে দিতে পারবে: রাঙ্গামাটিতে জলখেলি অনুষ্ঠানে সুপ্রদীপনৃ-গোষ্ঠীর আগে ক্ষুদ্র শব্দটি ব্যবহার করতে চাই না: জলকেলীতে উপদেষ্টা সুপ্রদীপবান্দরবানের আলীকদমে মার্মা সম্প্রদায়ের মাহাঃ সাংগ্রাই পোয়েঃ-২০২৫ উৎসব পালনপুরোনো দিনের গ্লানি মুছে যাক সাংগ্রাইয়ের মৈত্রীময় জলেবান্দরবানের থানচিতে খ্রীস্টান সম্প্রদায়ের গুড ফ্রাইডের উপহার দিলেন সেনাবাহিনীদীঘিনালায় রাতের আধাঁরে পাহাড় কাটার অভিযোগে ২লাখ টাকা জরিমানাখাগড়াছড়ির রামগড়ে গরু ঘাঁস খাওয়াকে কেন্দ্র করে দুই পক্ষের সংঘর্ষে নিহত ১ আহত ৮অক্সিজেনের অভাবে বাঘাইছড়ি স্বাস্থ্য কমপ্লেক্সে ১ মাস বয়সের শিশুর মৃত্যু
[/vc_column_text][/vc_column][/vc_row]

যোগদানের পর হইতে পরিবার কল্যাণ সহকারী মহিলাদের বেতন ভাতা নেই

১১৫

॥ জুরাছড়ি উপজেলা প্রতিনিধি ॥

রাঙ্গামাটি পার্বত্য জেলা পরিষদ কর্তৃক ২০২১ সালে জুরাছড়ি উপজেলায় তিন ইউনিয়নে পরিবার কল্যাণ সহকারী মহিলা হিসেবে নিয়োগ পেয়েছেন ৩ নং মৈদং ইউনিয়নে ৩ নং ওয়ার্ডে বৈশালী চাকমা, ২ নং বনযোগীছড়া ইউনিয়নে ১ নং ওয়ার্ডে রাধিকা চাকমা, ৩ নং মৈদং ইউনিয়নে ২ নং ওয়ার্ডে অমর বালা চাকমা, ৪ নং দুমদুম্যা ইউনিয়নে ৩ নং ওয়ার্ডে কমলা চাকমা। এসব নিয়োগ পাওয়া কর্মীরা ২০২১ সালে ডিসেম্বর মাসে যোগদান করলেও তারা কোন বেতন ভাতা পাননি বলে অভিযোগ করেছেন। অথচ একই সঙ্গে নিয়োগ পাওয়া অন্য উপজেলার কর্মীরা তাদের বেতন ভাতা নিয়মিত পাচ্ছে বলে জানা গেছে।

পরিবার পরিকল্পনা সহকারী মংপিউ মারমা সাথে যোগাযোগ করা হলে তিনি বলেন, ২০২২ সালে জানুয়ারী ৬ তারিখে অধিদপ্তরে বরাদ্দের চাহিদা প্রেরণ করা হয়েছে, আশাকরা যাচ্ছে আগামী রবিবার এসব কর্মীদের বেতনের সম্ভববনা রয়েছে বলে তিনি প্রতিবেদকে জানান।

নাম প্রকাশ না করার শর্তে পরিবার কল্যাণ সহকারী একজন মহিলা বলেন, আগামী ১২,১৩,১৪ পাহাড়ীদের ঐতিহ্যবাহী সামাজিক উৎসব বিঝু এবং বাংলা নববর্ষ উৎসব। যোগদানের পর হইতে অদ্যবদি তাদের কোন বেতন নেই, তাই তাদের দ্রূত বেতন ব্যবস্থা করে দেওয়ার জন্য উর্ধ্বতন কর্তৃপক্ষের কাছে আবেদন জানান।

এ বিষয়ে উপজেলা পরিবার পরিকল্পনা দায়িত্বরত জুরাছড়ি উপজেলার কর্মকর্তা রেমিন চাকমা থেকে মুটোফোনে জানতে চাইলে তিনি প্রতিবেদকে জানান, বরাদ্দ না থাকার কারনে এসব যোগদানকৃত কর্মীদের বেতন হচ্ছে না, অতি সম্প্রতি তাদের বেতনের জন্য অধিদপ্তরে যোগাযোগ করা হয়েছে, এবং বরাদ্দের জন্য আবেদন করা হয়েছে বলে তিনি জানান।