[vc_row][vc_column css=”.vc_custom_1596871563159{margin-bottom: 0px !important;}”][vc_column_text css=”.vc_custom_1596874329023{padding-top: -30px !important;}”]

শিরোনাম
দীঘিনালায় ঈদে মিলাদুন্নবী উপলক্ষে জশনে জুলুস, মিলাদ ও পুরস্কার বিতরণপানছড়ি বাজার উচ্চ বিদ্যালয়ে পবিত্র ঈদে মিলাদুন্নবী (স.) পালিতকাপ্তাইয়ে জেন্ডার ভিত্তিক সহিংসতা ও ভিক্টিম সাপোর্ট বিষয়ক সভারাজস্থলীতে পবিত্র ঈদে মিলাদুন্নবী (স.) উদযাপনথানচিতে বংয়ক হেডম্যান স্মৃতি ফুটবল টুর্নামেন্ট উদ্বোধনচন্দ্রঘোনায় ধ্রব সংস্কৃতি পরিষদের বিজয়ীদের মাঝে সনদ বিতরণহুন্ডা আর গুন্ডা ভাড়া করে নির্বাচন ঠান্ডা করার চিন্তা বাদ দেন: অ্যাড. মোখতারমাইনীমুখ ব্যবসায়ী কল্যাণ সমিতির সভাপতি- হাসেম, সম্পাদক- আলাউদ্দিনকাপ্তাই-এ ২২৭জন কার্ডধারীদের মাঝে চাল বিতরণ১৭২ কোটি টাকায় লামায় পানি সরবরাহ ও স্যানিটেশন প্রকল্পের কাজ শুরু
[/vc_column_text][/vc_column][/vc_row]

যোগদানের পর হইতে পরিবার কল্যাণ সহকারী মহিলাদের বেতন ভাতা নেই

১১৬

॥ জুরাছড়ি উপজেলা প্রতিনিধি ॥

রাঙ্গামাটি পার্বত্য জেলা পরিষদ কর্তৃক ২০২১ সালে জুরাছড়ি উপজেলায় তিন ইউনিয়নে পরিবার কল্যাণ সহকারী মহিলা হিসেবে নিয়োগ পেয়েছেন ৩ নং মৈদং ইউনিয়নে ৩ নং ওয়ার্ডে বৈশালী চাকমা, ২ নং বনযোগীছড়া ইউনিয়নে ১ নং ওয়ার্ডে রাধিকা চাকমা, ৩ নং মৈদং ইউনিয়নে ২ নং ওয়ার্ডে অমর বালা চাকমা, ৪ নং দুমদুম্যা ইউনিয়নে ৩ নং ওয়ার্ডে কমলা চাকমা। এসব নিয়োগ পাওয়া কর্মীরা ২০২১ সালে ডিসেম্বর মাসে যোগদান করলেও তারা কোন বেতন ভাতা পাননি বলে অভিযোগ করেছেন। অথচ একই সঙ্গে নিয়োগ পাওয়া অন্য উপজেলার কর্মীরা তাদের বেতন ভাতা নিয়মিত পাচ্ছে বলে জানা গেছে।

পরিবার পরিকল্পনা সহকারী মংপিউ মারমা সাথে যোগাযোগ করা হলে তিনি বলেন, ২০২২ সালে জানুয়ারী ৬ তারিখে অধিদপ্তরে বরাদ্দের চাহিদা প্রেরণ করা হয়েছে, আশাকরা যাচ্ছে আগামী রবিবার এসব কর্মীদের বেতনের সম্ভববনা রয়েছে বলে তিনি প্রতিবেদকে জানান।

নাম প্রকাশ না করার শর্তে পরিবার কল্যাণ সহকারী একজন মহিলা বলেন, আগামী ১২,১৩,১৪ পাহাড়ীদের ঐতিহ্যবাহী সামাজিক উৎসব বিঝু এবং বাংলা নববর্ষ উৎসব। যোগদানের পর হইতে অদ্যবদি তাদের কোন বেতন নেই, তাই তাদের দ্রূত বেতন ব্যবস্থা করে দেওয়ার জন্য উর্ধ্বতন কর্তৃপক্ষের কাছে আবেদন জানান।

এ বিষয়ে উপজেলা পরিবার পরিকল্পনা দায়িত্বরত জুরাছড়ি উপজেলার কর্মকর্তা রেমিন চাকমা থেকে মুটোফোনে জানতে চাইলে তিনি প্রতিবেদকে জানান, বরাদ্দ না থাকার কারনে এসব যোগদানকৃত কর্মীদের বেতন হচ্ছে না, অতি সম্প্রতি তাদের বেতনের জন্য অধিদপ্তরে যোগাযোগ করা হয়েছে, এবং বরাদ্দের জন্য আবেদন করা হয়েছে বলে তিনি জানান।