মানিকছড়িতে ফেনসিডিল ও গাজাসহ মাদক ব্যবসায়ী আটক
॥ মানিকছড়ি উপজেলা প্রতিনিধি ॥
মানিকছড়ি থানা টহল পুলিশের টিমের অভিযানে ৪ কেজি গাঁজা ও ১৪৪ বোতল ফেনসিডিল ভর্তি একটি সিএনজিসহ মোঃ শাহ জালাল (২৮) ওরপে ফিরোজ নামের এক মাদক ব্যবসায়ীকে আটক করেছে মানিকছড়ি থানা পুলিশ।
পুলিশ সূত্রে জানা গেছে, পুলিশের নিয়মিত নৈশকালীন টহলে থাকা পুলিশ পরিদর্শক (এস. আই) শংকর মজুমদার ও উপ-পুলিশ পরিদর্শক (এ.এস.আই) মোঃ সোহেল রানা গোপন সূত্রে খবর পেয়ে বুধবার ভোর সাড়ে ৪টায় চট্টগ্রাম-খাগড়াছড়ি সড়কের গরমছড়ি এলাকা থেকে একটি সিএনজির গতিরোধ করে (নম্বরবিহীন) তল্লাশি চালিয়ে ৪ কেজি গাঁজা, ১৪৪ বোতল ফেনসিডিলসহ মোঃ শাহ জালাল ওরপে ফিরোজকে আটক করে। সে ফেনী জেলার দাগনভূইয়ার দক্ষিণ ছিদরপুর এলাকার মোঃ শাহ আলম’র পুত্র।
মানিকছড়ি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ শাহনূর আলম ঘটনার সত্যতা নিশ্চিত করেন।