এতিমখানায় এক মাসের ইফতার সামগ্রী দিয়েছে বান্দরবান জেলা জোন
॥ আকাশ মারমা মংসিং,বান্দরবান ॥
পবিত্র মাহে রমজান উপলক্ষে এক মাসের প্রয়োজনীয় ইফতার সামগ্রী প্রদান করেছে বান্দরবান সেনা জোন। মঙ্গলবার (৫ এপ্রিল ) সকালে বান্দরবান জোনের জোনাল স্টাফ অফিসার ক্যাপ্টেন মিসবাহুল ইসলাম ফুয়াদ সঞ্চালনায়
অনুষ্ঠানের প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বান্দরবান সেনা জোনের জোন কমান্ডার লেঃ কর্নেল মাহমুদুল হাসান পিএসসি।
এসময় বান্দরবান সেনা জোনের অর্থায়নের সদর উপজেলার ৬টি এতিমখানায় শিক্ষক ও শিক্ষার্থীর মাঝে একমাসের জন্য প্রয়োজনীয ইফতার সামগ্রী বিতরণ করা হয়।
ইফতার সামগ্রীর মধ্যে ছোলা, মুড়ি, চিনি, খেজুর, তৈল, খেসারি ডাল ও পিয়াজসহ সর্বমোট ৭টি উপকরণ ও ৬টি এতিমখানার প্রতিনিধি মাঝে ইফতার সামগ্রী প্রদান করেন বান্দরবান সেনা জোন।
বান্দরবান সেনা জোনের জোন কমান্ডার লেঃ কর্নেল মাহমুদুল হাসান বলেন, পবিত্র রমজান মাসের উপলক্ষে এতিম শিক্ষার্থীদের জন্য রমজান মাস ব্যাপী প্রয়োজনীয় ইফতার সামগ্রী প্রদানের মাধ্যমে আপনাদের সামান্য সহযোগিতা করতে পেরে আমরা আনন্দিত। আগামীতেও সেনা জোনের পক্ষ থেকে মাদ্রাসা ও এতিমখানায় সহযোগিতা করার আশ্বাস দেন।
বিতরণী অনুষ্ঠানে সেনা জোনের উপ-অধিনায়ক মেজর এস. এম. মাহমুদুল হাসান সোহাগ, পিএসসি সহ মাদ্রাসা ও এতিমখানার প্রতিনিধি উপস্থিত ছিলেন।