[vc_row][vc_column css=”.vc_custom_1596871563159{margin-bottom: 0px !important;}”][vc_column_text css=”.vc_custom_1596874329023{padding-top: -30px !important;}”]

শিরোনাম
দীঘিনালায় ঈদে মিলাদুন্নবী উপলক্ষে জশনে জুলুস, মিলাদ ও পুরস্কার বিতরণপানছড়ি বাজার উচ্চ বিদ্যালয়ে পবিত্র ঈদে মিলাদুন্নবী (স.) পালিতকাপ্তাইয়ে জেন্ডার ভিত্তিক সহিংসতা ও ভিক্টিম সাপোর্ট বিষয়ক সভারাজস্থলীতে পবিত্র ঈদে মিলাদুন্নবী (স.) উদযাপনথানচিতে বংয়ক হেডম্যান স্মৃতি ফুটবল টুর্নামেন্ট উদ্বোধনচন্দ্রঘোনায় ধ্রব সংস্কৃতি পরিষদের বিজয়ীদের মাঝে সনদ বিতরণহুন্ডা আর গুন্ডা ভাড়া করে নির্বাচন ঠান্ডা করার চিন্তা বাদ দেন: অ্যাড. মোখতারমাইনীমুখ ব্যবসায়ী কল্যাণ সমিতির সভাপতি- হাসেম, সম্পাদক- আলাউদ্দিনকাপ্তাই-এ ২২৭জন কার্ডধারীদের মাঝে চাল বিতরণ১৭২ কোটি টাকায় লামায় পানি সরবরাহ ও স্যানিটেশন প্রকল্পের কাজ শুরু
[/vc_column_text][/vc_column][/vc_row]

থানচিতে নাবালিকা কিশোরীকে অপহরণকারী চট্টগ্রামে আটক

৩৪৩

॥ আকাশ মারমা মংসিং,বান্দরবান ॥

থানচি উপজেলার দুর্গম এলাকার রেমাক্রি ইউনিয়নে কেসমন পাড়ায় গ্রামে ১৪ বছরের নাবালিকা কিশোরীকে অপহরণের পর অভিযান চালিয়ে দুইজনকে আটক করেছে থানচি সদর থানা পুলিশ।

আটককৃত রেজাউল করিম টিপু (৪২),পিতা- মৃত কবির মাস্টার, অপর একজন রুবেল (৩০), পিতা- ইসমাইল তারা বাইশারী ইউনিয়নে ১নং ওয়ার্ডের ক্যাথোয়াই পাড়া বাসিন্দা।

শুক্রবার (১ এপ্রিল) রাতে চট্টগ্রামের পতেঙ্গা এলাকায় এক ভাড়াটিয়া বাসা থেকে তাদেরকে উদ্ধার করা হয়। এসময় আটক করা হয় দুইজনকে।

থানচি থানার তথ্য মতে, ২৭ মার্চ রবিবার থানচি থানায় নিখোজের সাধারন ডায়েরী করে ১৪ বছরে নাবালিকা দুলাভাই শান্ত ত্রিপুরা। পরেদিন ১৫ মার্চ মঙ্গলবার সন্ধ্যায় মেয়েটি বাবা নিজ উপস্থিত থেকে অপহরণের মামলার করলে অভিযানে নামে পুলিশ। প্রায় তিনদিন অভিযানের পর চট্টগ্রাম মহানগরী পতেঙ্গা এলাকায় এক ভাড়াটিয়া বাসা হতে তাদেরকে আটক করা হয়।

থানচি সদর থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি সুদীপ্ত রায় জানান, রেজাউল করিম টিপু (৪২) চট্টগ্রামে অবস্থান করছে এমন গোপন তথ্য পেলে অভিযান চালিয়ে চট্টগ্রামের পতেঙ্গা বস্তি এলাকায় ভাড়া বাসা থেকে ১৪ বছরের নাবালিকা উদ্ধার করা হয়। পাশাপাশি অপহরণকারী রেজাউল করিম টিপু (৪২) ও তার সহযোগী রুবেলকে (৩০)সহ দুজনকে আটক করা হয়েছে।

তিনি আরো জানান, আটককৃতদের বিরুদ্ধে জিজ্ঞাসাবাদ শেষে শিশু ধর্ষনের আইনের মামলার দায়ের করে জেলে প্রেরণ করা হয়েছে।

উল্লেখ্য, গত ১৮ মার্চ শুক্রবার থানচি উপজেলার রেমাক্রি ইউনিয়নে কেসমন পাড়া থেকে ভোরের ১৪ বছর নাবালিকা কিশোরীকে অপহরণ করা হয়।