মানিকছড়িতে স্বাধীনতার সুবর্ণজয়ন্তী উপলক্ষে বিশেষ উঠান বৈঠক অনুষ্ঠিত
॥ মোঃ ইসমাইল হোসেন, মানিকছড়ি ॥
মানিকছড়ি উপজেলা তথ্য আপা কেন্দ্রের আয়োজনে ডিজিটাল বাংলাদেশ গড়ার লক্ষে তথ্য ও যোগাযোগ প্রযুক্তির মাধ্যমে মহিলাদের ক্ষমতায়ন প্রকেল্পর (২য় পর্যায়ে) আওতায় স্বাধীনতার সুবর্ণজয়ন্তী উপলক্ষে বিশেষ উঠান বৈঠক অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার (৩১ মার্চ) দুপুরে টাউন হলে উপজেলা তথ্য সেবা কর্মকর্তা সুমাইয়া আক্তার’র সঞ্চালনায় ও উপজেলা নির্বাহী অফিসার রক্তিম চৌধুরী’র সভাপতিত্বে বৈঠকে প্রধান অতিথি ছিলেন, উপজেলা চেয়ারম্যান মোঃ জয়নাল আবেদীন। বিশেষ অতিথি ছিলেন, উপজেলা প্রাণী সম্পদ কর্মকর্তা ডাঃ সুচয়ন চৌধুরী, ইউপি চেয়ারম্যান মোঃ শফিকুর রহমান ফারুক, সাবেক উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডার মোঃ শফিউল আলম চৌধুরী, সাবেক ডেপুটি কমান্ডার আলী হোসেন প্রমুখ।
বৈঠকে স্বাগত বক্তব্যে উপজেলা তথ্য সেবা কর্মকর্তা তথ্য আপা প্রকল্পের সেবা সমূহ সকলের মাঝে উপস্থাপন করেন। এ সময় তিনি বলেন, মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়ের অধীনে জাতীয় মহিলা সংস্থা কর্তৃক এ প্রকল্পটি বাস্তবায়িত হচ্ছে। বাংলাদেশের অর্ধেক জনগোষ্ঠী মহিলাদের আধুনিক প্রযুক্তির সাথে পরিচয় করিয়ে, প্রযুক্তিকে তাদের বিভিন্ন সমস্যা সমাধানের হাতিয়াররূপে ব্যবহার করে তাদের জীবনমান আরো সহজ, সুন্দর এবং উন্নত করাই এ প্রকল্পের অন্যতম প্রধান উদ্দেশ্য৷ তাই উপস্থিত অভিভাবক ও ছাত্রীদের তথ্য আপা প্রকল্পের নানা সুবিধা গ্রহণ করে আগামী দিনে আরো এগিয়ে যাওয়ার আহবান জানান।
এ সময় বক্তারা বলেন, মহান স্বাধীনতা যুদ্ধে পুরুষদের পাশাপাশি নারীরাও অংশ গ্রহণ করেছিলেন। যুক্তিযোদ্ধাদের নানা ভাবে
সহযোগীতা করে রেখেছিলেন গুরুত্বপূর্ণ অবদান। আর বর্তমান সময়েও নারীরা পিছিয়ে নেই। নারীরা এখন সমাজ, দেশ ও জাতীয় পর্যায়ে নেতৃত্ব দিচ্ছেন। আজ এখানে যারা ছাত্রী হিসেবে রয়েছেন তারা একদিন মা হবেন। আর মায়েরাই পারে একটি আদর্শ জাতি গঠনের গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতে। পরে উপস্থিত ছাত্রী ও অভিভাবকদের নিয়ে ঝটপট কুইজ প্রতিযোগিতায় বিজয়ী পাঁচ জনের মাঝে পুরস্কার তুলেদেন অতিথিরা।