[vc_row][vc_column css=”.vc_custom_1596871563159{margin-bottom: 0px !important;}”][vc_column_text css=”.vc_custom_1596874329023{padding-top: -30px !important;}”]

শিরোনাম
শিক্ষার উন্নয়নে সকলকে অগ্রণী ভুমিকা রাখার আহবান: রাঙ্গামাটি জেলা প্রশাসকলংগদুতে সেনা জোনের উদ্যোগে গণ্যমান্য ব্যক্তিবর্গের সাথে মতবিনিময়খাগড়াছড়ির মানিকছড়িতে বৃদ্ধের অর্ধগলিত মরদেহ উদ্ধাররাজস্থলীতে জাতীয় মৌসুমি ক্রীড়া প্রতিযোগিতার প্রস্তুতি সভামাটিরাঙ্গা ইসলামিয়া আলিম মাদ্রাসায় নবাগত শিক্ষকদের বরণবান্দরবানের লামায় ৮ মাসের অন্তঃসত্ত্বা নারীকে গণধর্ষণ, গ্রেফতার ২রামগড়ে পানিতে ডুবে পঞ্চম শ্রেণীর ছাত্রের মৃত্যুলোকনাথ ব্রহ্মচারী যোগাশ্রম মন্দির পরিচালনায় গঠিত কমিটি ১১মাসের মাথায় বিলুপ্তরাঙ্গামাটিতে মেধা ও যোগ্যতায় পুলিশে চাকরি পেল ৮ জনরাঙ্গামাটিতে কলা গাছের তন্তু দিয়ে স্যানিটারি ন্যাপকিন ও মাশরুম উদ্ভাবন
[/vc_column_text][/vc_column][/vc_row]

বান্দরবানে মাদক মামলায় ২ জনের যাবজ্জীবন ও অস্ত্র মামলায় ১ জনের ২০ বছর কারাদন্ড

৬৩

॥ আকাশ মারমা মংসিং,বান্দরবান ॥

বান্দরবানে মাদক ইয়াবা মামলায় দুই আসামীকে যাবজ্জীবন ও অস্ত্র আইনের মামলায় এক আসামীকে ২০ বছরের কারাদন্ড দিয়েছেন। এছাড়া তিন জনের বিরুদ্ধে অভিযোগ প্রমানিত না হওয়ায় তাদেরকে বেখসুর খালাস দিয়েছেন বান্দরবান জেলা ও দায়রা জজ আদালতের বিজ্ঞ বিচারক মোঃ আবু হানিফ এর আদালত। বুধবার (৩০ মার্চ) সকালে বিচারিক আদালত মামলার স¦াক্ষ্যপ্রমান ও যুক্তিতর্কক শেষে বিজ্ঞ বিচারিক আদালত আসামীদের উপস্থিতিতে এ রায় ঘোষণা করেন।

আদালত সূত্র জানায়, যাবজ্জীবন পাওয়া আসামীরা হলেন, দুই সহোদর মোঃ রশিদ প্রকাশ পুতিয়া ও লুৎফর রহমান, সৈয়দ আলম প্রকাশ বদি খলিফা। এই মামলায় অভিযোগ প্রমাণিত না হওয়ায় মফিজুর রহমান, মোঃ করিম প্রকাশ বাবুল ও রেজাউল করিম নামে ৩ জনকে বেখসুর খালাস দেওয়া হয়েছে।

 

অন্যদিকে একই সময়ের অতিরিক্ত জেলা ও দায়রা জজ আদালতের অপর একটি অস্ত্র মামলায় নু থোয়াই চি মারমা নামে এক আসামীকে ২০ বছরের সশ্রম কারাদন্ড দিয়েছেন বিজ্ঞ বিচারক মোঃ আবু হানিফ এর আদালত। আদালত সূত্রে জানা গেছে, দন্ডিত আসামী বান্দরবান সদর উপজেলার রেইচা দুংকী পাড়ার বাসিন্দা। ওনু থোয়াই চি মারমাকে ১৮৭৪ এর ১৯ (এ) ধারার অপরাধে ১২বছর এবং একই আইনের ১৯ (এফ) ধারার অপরাধে ৮বছরসহ মোট ২০বছরের সশ্রম কারাদন্ডে দন্ডিত করেন।