[vc_row][vc_column css=”.vc_custom_1596871563159{margin-bottom: 0px !important;}”][vc_column_text css=”.vc_custom_1596874329023{padding-top: -30px !important;}”]

শিরোনাম
বান্দরবানে খেয়াং নারীকে ধর্ষণ ও হত্যার প্রতিবাদে খাগড়াছড়িতে বিক্ষোভ-সমাবেশবান্দরবানে নারী ধর্ষণ-হত্যার ঘটনা প্রশাসন ধামাচাপা দিতে উঠে পড়ে লেগেছে বলে দাবিবান্দরবানে থানচিতে খেয়াং নারীকে ধর্ষণের পর হত্যার অভিযোগে চার সংগঠনের নিন্দানিলামে বৈধতা পাচ্ছে, আগামীতে জব্দ বালু নিলাম বন্ধ: বান্দরবান জেলা প্রশাসকখাগড়াছড়ির দীঘিনালায় অগ্নিকান্ডের ঘটনা, দুঃখের বিষয় আসামীকে বিজ্ঞ আদালত জামিন দিয়েছেনবান্দরবানের থানছিতে খিয়াং নারীকে ধর্ষণের পর হত্যার অভিযোগবান্দরদবানের আলীকদমে আন্তর্জাতিক নারী দিবস উদযাপনরাঙ্গামাটির লংগদুতে সেনা জোনের বিনামূল্যে চিকিৎসা সেবা সহ অর্থ প্রদানবড়ুয়া জনগোষ্ঠীর সদস্যরা বৈষম্যের শিকার এটা সত্য কথা: রাঙ্গামাটি জেলা প্রশাসকবান্দরবানে ইউপিডিএফ গণতান্ত্রিক এর প্রতিষ্ঠাতা তপন জ্যোতি’র ৭ম মৃত্যুবার্ষিকী পালন
[/vc_column_text][/vc_column][/vc_row]

বান্দরবানে মাদক মামলায় ২ জনের যাবজ্জীবন ও অস্ত্র মামলায় ১ জনের ২০ বছর কারাদন্ড

৬২

॥ আকাশ মারমা মংসিং,বান্দরবান ॥

বান্দরবানে মাদক ইয়াবা মামলায় দুই আসামীকে যাবজ্জীবন ও অস্ত্র আইনের মামলায় এক আসামীকে ২০ বছরের কারাদন্ড দিয়েছেন। এছাড়া তিন জনের বিরুদ্ধে অভিযোগ প্রমানিত না হওয়ায় তাদেরকে বেখসুর খালাস দিয়েছেন বান্দরবান জেলা ও দায়রা জজ আদালতের বিজ্ঞ বিচারক মোঃ আবু হানিফ এর আদালত। বুধবার (৩০ মার্চ) সকালে বিচারিক আদালত মামলার স¦াক্ষ্যপ্রমান ও যুক্তিতর্কক শেষে বিজ্ঞ বিচারিক আদালত আসামীদের উপস্থিতিতে এ রায় ঘোষণা করেন।

আদালত সূত্র জানায়, যাবজ্জীবন পাওয়া আসামীরা হলেন, দুই সহোদর মোঃ রশিদ প্রকাশ পুতিয়া ও লুৎফর রহমান, সৈয়দ আলম প্রকাশ বদি খলিফা। এই মামলায় অভিযোগ প্রমাণিত না হওয়ায় মফিজুর রহমান, মোঃ করিম প্রকাশ বাবুল ও রেজাউল করিম নামে ৩ জনকে বেখসুর খালাস দেওয়া হয়েছে।

 

অন্যদিকে একই সময়ের অতিরিক্ত জেলা ও দায়রা জজ আদালতের অপর একটি অস্ত্র মামলায় নু থোয়াই চি মারমা নামে এক আসামীকে ২০ বছরের সশ্রম কারাদন্ড দিয়েছেন বিজ্ঞ বিচারক মোঃ আবু হানিফ এর আদালত। আদালত সূত্রে জানা গেছে, দন্ডিত আসামী বান্দরবান সদর উপজেলার রেইচা দুংকী পাড়ার বাসিন্দা। ওনু থোয়াই চি মারমাকে ১৮৭৪ এর ১৯ (এ) ধারার অপরাধে ১২বছর এবং একই আইনের ১৯ (এফ) ধারার অপরাধে ৮বছরসহ মোট ২০বছরের সশ্রম কারাদন্ডে দন্ডিত করেন।