[vc_row][vc_column css=”.vc_custom_1596871563159{margin-bottom: 0px !important;}”][vc_column_text css=”.vc_custom_1596874329023{padding-top: -30px !important;}”]

শিরোনাম
বাঘাইছড়ির সাজেকে সেনাবাহিনীর চিকিৎসা সেবা ও ওষুধ বিতরণরামগড় ৪৩বিজিবির ব্যবস্থাপনায় মাসিক নিরাপত্তা ও সমন্বয় সভাবান্দরবানের লামায় ভ্রমণে নিষেধাজ্ঞা প্রত্যাহার ৭ দিন পরদীঘিনালা ৭ বিজিবি’র গেইট এখন বীর প্রতীক আবুল হাসেম নামে নাম করণকাপ্তাইয়ে ২৪এর রঙে গ্রাফিতি ও চিত্রাংকন প্রতিযোগিতারাঙ্গামাটি বধির বিদ্যালয়ে ড্রেস ও চারা বিতরণ করলেন জেলা প্রশাসকখাগড়াছড়ির মাটিরাঙ্গায় রাম্বুটান ফল চাষে সম্ভাবনার নতুন দিগন্তখাগড়াছড়িতে এক শিক্ষার্থীকে সংঘবদ্ধ ধর্ষণ, গ্রেফতার ৪জাতীয় সমাবেশকে সফল করতে গুইমারা উপজেলা জামায়াতের মিছিলবান্দরবানের লামায় শহীদ জুলাই দিবস পালিত
[/vc_column_text][/vc_column][/vc_row]

বরকলে আগুনে পুড়ে ছাই হলো রঞ্জিত চাকমার বসত ঘর

৬৯

॥ নিরত বরন চাকমা,বরকল ॥

রাঙ্গামাটি বরকলে রঞ্জিত চাকমা নামে এক ব্যক্তির বসত ঘর আগুনে পুড়ে ছাই হয়েছে খবর পাওয়া গেছে। বুধবার (৩০ মার্চ) দুপুরে ৩ টা সময়ে আইমাছড়া ইউনিয়নে জগন্নাথছড়া গ্রামে রান্নারচূল্লী থেকে আগুনের সূত্রপাত হয়ে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে বলে স্থানীয়সূত্রে জানা গেছে।

স্থানীয়সূত্রে আরো জানা যায় ,ভুক্তভোগী রঞ্জিত চাকমা দুই সন্তানকে রেখে তার স্ত্রীসহ ভোর সকালে গুইছড়ি গ্রামে পাহাড়ি জুমে হলুদ তুলতে যায়। ওইসময় বাড়িতে কেউ না থাকায় হঠাৎ রান্নার চুল্লী থেকে আগুনের সূত্রপাত হলে বসতঘর পুড়ে যায় এমনটা ধারণা স্থানীয়রা। আর বসতঘরটি সবেমাত্র নির্মাণ কাজ সম্পন্ন করে স্ব-পরিবারে নতুন ঘরে থাকা শুরু করেছেন রঞ্জিত। এরমধ্য এ দূর্ঘটনা সংঘটিত হলো। তাদের গায়ে থাকা পরনের কাপড় ছাড়া কিছুই রক্ষা করতে পারেননি বলে জানান রঞ্জিত চাকমা।

রঞ্জিত চাকমা বলেন,অগ্নিকাণ্ডে তার ১৬ বস্তা ধান, আসবাবপত্র, মুরগী ৫০টি, স্বর্ণ, সোলার প্যানেল, প্রয়োজনীয় কাগজপত্র, ছেলে মেয়েদের বইপত্র ও নগদ ৪৫ হাজার টাকা সহ মোট সাড়ে তিন লাখ টাকার সম্পত্তি ক্ষয়ক্ষতি হয়েছে বলে তিনি জানান। তিনি আরো বলেন ঘর পুড়ে নিঃস্ব হয়েছি। তাই তিনি উপজেলা প্রশাসনের মাধ্যমে সরকারের কাছে সহযোগিতা কামনা করেন।

এ ঘটনার ব্যাপারে আইমাছড়া ইউপি চেয়ারম্যান সুবিমল চাকমা জানান, রঞ্জিত চাকমার বসতঘরে অগ্নিকাণ্ডের বিষয়টি অবগত আছেন। ভুক্তভোগীকে অফিসে আসার জন্য পরামর্শ দেয়া হয়েছে। সে অফিসে আসলে উপজেলা নির্বাহী কর্মকর্তার সাথে আলাপ করে তাকে কিছু সহযোগিতা করা যায় কিনা বিবেচনা করা হবে বলে গণমাধ্যমকে জানান।