বরকলের আইনশৃঙ্খলা বিষয়ক মাসিক সভা অনুষ্ঠিত
॥ বরকল উপজেলা প্রতিনিধি ॥
রাঙ্গামাটির বরকলে উপজেলা প্রশাসন এর উদ্যোগে উপজেলার আইনশৃঙ্খলা কমিটির সদস্যদের নিয়ে মাসিক সভা অনুষ্ঠিত হয়েছে। বুধবার (৩০ মার্চ)সকালে উপজেলা পরিষদের কনফারেন্স কক্ষে এ সভা আয়োজন করা হয়। উপজেলা নির্বাহী কর্মকর্তা জুয়েল রানা এর সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় উপস্থিত ছিলেন বরকল মডেল থানার প্রতিনিধি উপ-পরিদর্শক(এসআই) মোঃ মোজাম্মেল হক।
আইনশৃঙ্খলা সভায় বক্তারা বলেন,উপজেলার দাপ্তরিক বিভিন্ন কার্যক্রমে প্রতিষ্ঠান প্রধানরা সমন্বয় করলে জনপ্রতিনিধিদের পক্ষ থেকে সর্বাত্মক সহযোগী দেয়া হবে। বিশেষ করে ব্যাংকের ঋণ কার্যক্রমের ক্ষেত্রে জনপ্রতিনিধিদের সাথে কৃষি ব্যাংক শাখার সংশ্লিষ্ট কর্মকর্তাদের সমন্বয় রাখার আহ্বান জানান আইমাছড়া ইউপি চেয়ারম্যান সুবিমল চাকমা ও বড় হরিণা ইউনিয়ন চেয়ারম্যান নিলাময় চাকমা। তবে তাদের ইউনিয়নে আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রয়েছে বলেও বক্তব্য উল্লেখ করেন ।
এছাড়া,আইনশৃঙ্খলা রক্ষায় বরকল থানা আইনশৃঙ্খলা বাহিনী,১২ বিজিবি ও ৪৫ বিজিবি দায়িত্বপূর্ণ এলাকায় কার্যক্রম অব্যহত রেখেছেন। চোরা চালান,ইভটিজিং, মাদকদ্রব্য পাচার, নারী ও শিশু নির্যাতন,বাল্যবিবাহ সহ আইনশৃঙ্খলা বিষয়গুলো আলোচনা সভায় তুলে ধরা হয়।
উপজেলা নির্বাহী কর্মকর্তা জুয়েল রানা,বরকল উপজেলায় আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক থাকায় সন্তোষ প্রকাশ করেন। ভবিষ্যতে এ ধারা বজায় রাখতে আইনশৃঙ্খলা কমিটির সকল সদস্যবৃন্দের সহযোগিতা কামনা করেন।
এসময় বরকল রাগীব রাবেয়া কলেজ অধ্যক্ষ নৈচিং রাখাইন,বরকল মডেল সরকারি উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক প্রভাত বিন্দু চাকমা,সমাজ সেবা কর্মকর্তা মোঃ প্রতিনিধি ফজলুল করিম,উপজেলা প্রাথমিক শিক্ষা বিভাগের সহকারী শিক্ষা কর্মকর্তা হিতৈষী চাকমা,বরকল ৪৫ বিজিবি ও ছোট হরিণা ১২ বিজিবি প্রতিনিধি সহ আইন-শৃঙ্খলা কমিটির অন্যান্য সদস্যরা উপস্থিত ছিলেন।
সভাশেষে বরকল প্রেসক্লাব,৪৫ বিজিবি ও ১২ বিজিবি জোন কে শুভেচ্ছা উপহার হাতে তুলে দেন ইউএনও জুয়েল রানা।