[vc_row][vc_column css=”.vc_custom_1596871563159{margin-bottom: 0px !important;}”][vc_column_text css=”.vc_custom_1596874329023{padding-top: -30px !important;}”]

শিরোনাম
দীঘিনালায় যৌথবাহিনীর হাতে অস্ত্রসহ ইউপিডিএফ কর্মী আটকবান্দরবানে রিপোর্টার্স ইউনিটির ভবন জোড়পূর্বক দখলের অভিযোগবান্দরবানের থানচিতে ১১ দফা দাবিতে বিক্ষোভ মিছিল ও গণসমাবেশমানিকছড়িতে চাঁদাবাজি করতে এসে জনতার হাতে অস্ত্রসহ সন্ত্রাসী আটকবরকল উপজেলার ভূষণছড়া ইউনিয়ন পরিষদে প্রশাসক নিয়োগরাঙ্গামাটির লংগদুতে নৌকার কিছু নেতাকর্মী এখন ট্রাকে উঠে গেছেকাজে দীর্ঘসূত্রতা পরিহার এবং স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত করতে হবে-পার্বত্য উপদেষ্টাসড়ক দুর্ঘটনায় কাপ্তাই বিএফআইডিসি এলপিসি শাখার কর্মচারী নিহতমানিকছড়ির নবাগত ইউএনও’র সাথে বাংলাদেশ মারমা ঐক্য পরিষদের শুভেচ্ছা বিনিময়খাগড়াছড়িতে বন্যাকবলিত শিক্ষার্থীদের শিক্ষা উপকরণ বিতরণ
[/vc_column_text][/vc_column][/vc_row]

চট্টগ্রামে এক টুকরো “লংগদু” উপজেলা

৬২

॥ নিজস্ব প্রতিবেদক ॥

একঝাঁক তরুণ মিলে উপজেলার যে সকল মানুষ লেখাপড়া, চাকরি ও ব্যবসা করার উদ্দেশ্যে দেশের বানিজ্যিক রাজধানী চট্টগ্রামে পাড়ি জমিয়েছেন, তাদের সকলকে একসাথে ঐক্যবদ্ধ থাকার জন্য এবং দুঃখে সুখে একে অপরের সহযোগিতার মনোভাব নিয়ে গঠন করে লংগদু ইউনিট ক্লাব চট্টগ্রাম। যার মাধ্যমে উপজেলার সকল শ্রেণির মানুষ তাদের পরিচিত সকলের সাথে সহযোগিতা করতে সহায়ক হচ্ছে। দীর্ঘ পরিকল্পনার পর অত্যন্ত গোছালো ও বিভিন্নরকম সেবামূলক কার্যক্রমের পরিকল্পনা নিয়ে পথ চলা শুরু করে এলইউসিসি ক্লাব টি। যার মাধ্যমে চট্টগ্রামে বসবাস লংগদু এলাকার বিভিন্ন পেশার মানুষের সাথে যোগাযোগ ও সমস্যা সমাধানে কাজ করে যাচ্ছে সংগঠনটি। প্রাথমিক ভাবে শুধু মাত্র অসুস্থ রোগীর জন্য রক্তদান ও চট্টগ্রামে বসবাসরত এলাকার লোকজনের যোগাযোগ ও ঐক্যবদ্ধ থাকার বিষয়ে সিদ্ধান্ত নেয়া হয়।

এ বিষয়ে গত শুক্রবার নগরীর অক্সিজেন মোড়স্থ হোটেল জামান এর কনফারেন্স হল রুমে আনন্দমুখর পরিবেশে একটি পরামর্শ সভা করা হয়। এম এ আমিনের সঞ্চালনায়, আলমগীর হোসেনের সভাপতিত্বে ও কামাল হোসেন এবং জাকির সরকার এর সার্বিক তত্ত্বাবধানে অনুষ্ঠিত সভায় তিন মাসের জন্য ১৫ সদস্য বিশিষ্ট একটি আহবায়ক কমিটি ঘোষনা করা হয়। পরামর্শকমন্ডলীর সভাপতি সহ উপজেলার সিনিয়র বিভিন্ন পেশায় থাকা সদস্যবৃন্দ এ সময় উপস্থিত ছিলেন। এসময় মোঃ আব্দুর রাজ্জাককে আহবায়ক কমিটির সভাপতি ও এম এ আমিন কে সদস্য সচিব করে এ কমিটি অনুমোদন দেওয়া হয়। এসময় আহবায়ক কমিটি তত্বাবধানে জন্য দুই সদস্য বিশিষ্ট মনিটরিং বোর্ড গঠন করা হয়।এতে মোঃ আলমগীর (বগাচত্তর) ও ডা. ইউসুফ আলী (বগাচত্ত) কে দায়িত্ব দেওয়া হয় হয়।

পূর্ণ আহবায়ক কমিটির সদস্যবৃন্দ হলেন আহবায়ক মোঃ আব্দুর রাজ্জাক (রাবেতা), সদস্য সচিব মোঃ এম এ আমিন (জারুল বাগান), সহঃ সদস্য সচিব মোঃ কামাল হোসেন (সোনাই), অর্থ সচিব মোঃ জাকির সরকার ( গুলশাখালী), সদস্য ১. আলমগীর হোসেন ( কালাপাকুজ্জা), ২. আইয়ুব আলী ( কালাপাকুজ্জা), ৩. ডা. নুরুল ইসলাম ( ভাইবোন ছড়া), ৪. কামরুর হাসান কাদের ( বাইট্টা পাড়া) ৫. আঃ লতিফ, ৬. মোঃ আলী ( জারুল বাগান), ৭. ফজল করমি,৮. মোঃ আলাউদ্দিন, ৯. নাইমুর রহমান, ১০. মনির হোসেন, ১১. রিদওয়ান ( গাঁথাছড়া)। সংগঠনটির নেতৃবৃন্দের মাধ্যমে আগামী তিন মাসের মধ্যে আহবায়ক কমিটির আদলে সকল সদস্য সংগ্রহের মাধ্যমে একটি পূর্নাঙ্গ কমিটি ঘোষণা করার জন্য প্রস্তুতি নিতে বলা হয় এবং চট্টগ্রামস্থ লংগদু উপজেলার সকলকে সদস্য ফরম পুরনের মাধ্যমে চট্টগ্রামে থাকা প্রায় ৩৫০০ লংগদুর জনগনের একটি ডাটাবেস পূর্ণাঙ্গ করা হবে বলে সিদ্ধান্ত নেয়া হয়।

এসময় চট্টগ্রামে অবস্থানরত লংগদু উপজেলার বিভিন্ন পেশাজীবী জনসাধারণ উপস্থিত ছিলেন।