[vc_row][vc_column css=”.vc_custom_1596871563159{margin-bottom: 0px !important;}”][vc_column_text css=”.vc_custom_1596874329023{padding-top: -30px !important;}”]

শিরোনাম
বান্দরবানের রুমা গ্রামবাসীর প্রশ্ন কত বছর অপেক্ষা করলে পাকা-নিরাপদ সড়ক পাবখাগড়াছড়ির মাটিরাঙ্গায় গণধর্ষণের শিকার উপজাতি কিশোরী, আটক-২রাঙ্গামাটি জেলায় শিক্ষার মানোন্নয়নে বিভিন্ন পদক্ষেপ গ্রহণ করা হয়েছে- কাজল তালুকদারসেবাপ্রাপ্তীদের প্রত্যাশা পুরণে রাঙ্গামাটি জেনারেল হাসপাতাল বদ্ধ পরিকর: সিভিল সার্জনখাগড়াছড়ির রামগড়ে পিতা হত্যা’র আসামি ছেলে পুলিশের হাতে গ্রেপ্তাররাঙ্গামাটিতে মৃত হাতি শাবককে ৪৮ঘণ্টা ধরে পাহাড়ায় হাতির দলজাতীয় নিরাপদ সড়ক দিবসে দীঘিনালায় সচেতনতামূলক সভাবাল্যবিবাহ নারীর ক্ষমতায়নকে অনিশ্চয়তার দিকে ঠেলে দিচ্ছেকাপ্তাই আইডিইবি’র নতুন সভাপতি- ইমাম ও সাঃ সম্পাদক-আলীআইডিইবি কাপ্তাই সাংগঠনিক জেলা নির্বাহী কমিটি সম্মেলন অনুষ্ঠিত
[/vc_column_text][/vc_column][/vc_row]

থানচিতে ইয়াবাসহ সাবেক মেম্বার আটক

১১১

॥ থানচি উপজেলা প্রতিনিধি ॥

বান্দরবানে থানচিতে চট্টগ্রাম র‌্যাব-৭ ও বর্ডার গার্ড বাংলাদেশ ৩৮ বলিপাড়া ব্যাটালিয়ান (বিজিবি) যৌথ অভিযানে ৫০ হাজার পিস ইয়াবাসহ সাবেক মেম্বারকে আটক করা হয়েছে।

মঙ্গলবার (২৯ মার্চ) বিকাল সাড়ে ৪ টার দিকে বান্দরবানে থানচি উপজেলা দায়িত্বরত গোয়েন্দা সংস্থা তাদের নিজস্ব সোর্সের গোপন সংবাদের ভিক্তিতে অভিযান চালিয়ে থানচির রেমাক্রী ইউপি,র ৮নং ওয়ার্ডের সাবেক মেম্বার বড় মদক পাড়া নিবাসী ঞোচিংঅং মারমা (৪২) কে আটক করা হয়েছে বলে পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে।

পুলিশ ও স্থানীয় সূত্রে আরো জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে মঙ্গলবার বিকালে থানচির বলিপাড়া ইউনিয়নের ১নং ওয়ার্ডে হাইলমারা পাড়া এর থানচি-বান্দরবান সড়কে রুমা উপজেলা সীমান্তে গ্যালেগ্যা ইউনিয়নের ভরট চাকমা পাড়ায় হাইলমারা ঝিড়িতে বেইলি সেতুর নিচে থেকে তাকে আটক করা হয়। এর আগে গত শনিবার ২৫ মার্চের বলিপাড়া ব্যাটালিয়ানের (বিজিবি)সদস্যরা একটি চালানে ২ হাজার পিস ইয়াবাসহ আরো দুইজনকে আটক করেন।

এদিকে চট্টগ্রাম র‌্যাব-৭ এর সিনিয়র এসপি মোঃ আনোয়ার হোসেন জানান, গোপন সংবাদের ভিত্তিতে ইয়াবা পাচারে সময় অভিযান চালিয়ে ইয়াবাসহ একজনকে আটক করা হয়েছে। আটককৃতকে থানচি থানায় সোপর্দ করা এবং মামলার প্রক্রিয়া চলছে। তিনি আরো বলেন, এবার সীমান্ত দিয়ে আসছে ইয়াবা। বান্দরবানে থানচি উপজেলার মায়ানমার সীমান্তের বড় মদকের চোরাচালানের নিরাপদ রুট হিসেবে ব্যবহার করে দেশের বিভিন্ন অঞ্চলে চোরাকার্বারীরা ইয়াবা পাচার করছে বলে জানান তিনি।

থানচি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সুদ্বীপ রায় জানান, বিজিবি ও র‌্যাব-৭ অভিযানে ইয়াবাসহ একজনকে আটক করার কথা শুনেছি। থানা সোপর্দ করলে ব্যবস্থা গ্রহন করা হবে।