রাঙ্গামাটির জুরাছড়িতে দুই ইউনিয়নে আবারও নির্বাচন স্থগিত
॥ জুরাছড়ি উপজেলা প্রতিনিধি ॥
রাঙ্গামাটির জুরাছড়ির উপজেলার মৈদং ও দুমদুম্যা ইউনিয়নের ১৮টি কেন্দ্রে আবার ভোট স্থগিত করেছে নির্বাচন কমিশন। সোমবার (২৮ মার্চ) সকালে নির্বাচন কমিশনের এক চিঠিতে স্থগিতাদেশের বিষয়টি উপজেলা নির্বাচন অফিস সূত্রে জানানো হয়।
নির্বাচন কমিশনের উপ সচিব নির্বাচ পরিচালনা -২ এর মোঃ আতিয়ার রহমানের স্বাক্ষরিত আদেশে বলা হয়, পরবর্তী নির্দেশনা না দেওয়া পর্যন্ত জুরাছড়ির মৈদং ও দুমদুম্যা ইউনিয়নের ১৮টি কেন্দ্রের ভোট স্থগিত করা হয়। এ নিয়ে দ্বিতীয়বার পেছানো হল এ দুই ইউনিয়নের নির্বাচন। প্রথম দফায় স্থগিত করা ভোট ৩১ মার্চ অনুষ্ঠিত হওয়ার কথা ছিল। তবে কি কারণে আবার নির্বাচন স্থগিত করা হলো আদেশে উল্লেখ করা হয়নি ।
উল্লেখ্য গত সপ্তম ধাপে জুরাছড়ি উপজেলার চারটি (জুরাছড়ি, বনযোগীছড়া, মৈদং ও দুমদুম্যা) ইউনিয়নের ৩৬টি কেন্দ্রে ভোট অনুষ্ঠব্যর কথা ছিল। কিন্ত ৩ ফেব্রুয়ারি নির্বাচন কমিশনের নির্বাচন পরিচালনা-২ উপসচিব মোঃ আতিয়ার রহমান স্বাক্ষরিত চিঠির মাধ্যমে রাঙ্গামাটি পার্বত্য জেলার জুরাছড়ি উপজেলার মৈদং ও দুমদুম্যা ইউনিয়নের ১৮টি ভোটকেন্দ্রের নির্বাচন স্থগিত আদেশ প্রদান করা হয়।