কাপ্তাই নারী ও শিশু নির্যাতন প্রতিরোধ কমিটির সভা অনুষ্ঠিত
॥ কাপ্তাই উপজেলা প্রতিনিধি ॥
কাপ্তাই উপজেলা নারী ও শিশু নির্যাতন প্রতিরোধ কমিটির ত্রৈমাসিক সভা অনুষ্টিত হয়েছে। সোমবার (২৮ মার্চ) সকাল সাড়ে ১০ টায় কাপ্তাই উপজেলা পরিষদ সম্মেলন কক্ষ কিন্নরীতে এ সভা অনুষ্ঠিত হয়।
বেসরকারি উন্নয়ন সংস্থা আশিকা ডেভেলপমেন্ট এসোসিয়েটস সহায়তায় কাপ্তাই উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তার দপ্তরের আয়োজন করা হয়।
কমিটির সভাপতি কাপ্তাই উপজেলা নির্বাহী কর্মকর্তা( ইউএনও) মুনতাসির জাহান এতে সভাপতিত্ব করেন। এসময় বক্তব্য রাখেন কমিটির সদস্য সচিব উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা রিনি চাকমা, উপজেলা শিক্ষা কর্মকর্তা মোঃ ইদ্রিচ, সমাজসেবা কর্মকর্তা নাজমুল হোসেন, যুব উন্নয়ন কর্মকর্তা এস এম জসিম উদ্দিন, কাপ্তাই থানার উপ পরিদর্শক (এসআই) এস এম ওমরা খান, কাপ্তাই প্রেস ক্লাব সভাপতি কবির হোসেন, সাধারণ সম্পাদক ঝুলন দত্ত, আশিকার জেন্ডার এন্ড ট্রেনিং কর্মকর্তা রিতা চাকমাসহ কমিটির সদস্যরা উপস্থিত ছিলেন।
সভাপতি ইউএনও মুনতাসির জাহান বলেন, সরকারের সাথে বেসরকারি উন্নয়ন সংস্থা গুলো একীভূত হয়ে কাজ করলে তৃনমুল পর্যায়ে জনগণ উপকৃত হবে এবং সরকারের উন্নয়ন নিশ্চিত হবে।