বান্দরবানে বিচারকের উপস্থিতিতে আদালত চত্তরে দেড় লক্ষ ইয়াবা ধ্বংস
॥ আকাশ মারমা মংসিং,বান্দরবান ॥
ফেব্রুয়ারী ও মার্চ মাস সহ বান্দরবান নাইক্ষ্যংছড়ি উপজেলায় আইনশৃঙখলা বাহিনীর অভিযান চালিয়ে উদ্ধারকৃত বিপুল পরিমান ইয়াবা ধ্বংস করা হয়েছে। উদ্ধারকৃত ইয়াবা পরিমান ১ লক্ষ ৩১ হাজার ৯শত ২০ পিস। রবিবার (২৭ মার্চ) বিকালে বান্দরবান চীফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট মোহাম্মদ মাহাবুবুর রহমান এর উপস্থিতিতে আদালত চত্ত্বরে এসব মাদক ধ্বংস করা হয় বলে আদালত সূত্রে জানা গেছে।
বান্দরবান জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট মোহাম্মদ নাজমুল হোছাইন বলেন, পার্বত্য জেলার বান্দরবানে আভিযান চালিয়ে যেসব ইয়াবা উদ্ধার করা হয়েছে সেইগুলো মাদকদ্রব্যগুলো ধ্বংস করা হয়েছে।সে সাথে আইনশৃঙখলা বাহিনীকে দিক নির্দেশনা দেওয়া হয়েছে যাতে প্রত্যেক উপজেলাতে গুলোতে সীমান্তে গুলোতে কঠোরভাবে নিরাপত্তা দেওয়ার জন্য নির্দেশ দেওয়া হয়েছে।
নাইক্ষ্যংছড়ি থানা তথ্য মতে, গেল ৯ ফেব্রুয়ারী বুধবার দুপুরে নাইক্ষ্যংছড়ি উপজেলা ধুমধুম ইউনিয়নের ৪ নং ওয়ার্ড সিকদার আলী বসতঘরে নাইক্ষ্যংছড়ি বিজিবি সিপিও আবুল কালাম আজাদ নেতৃত্বে অভিযানের সময় ১ লক্ষ ২৭হাজার ২০ পিস ইয়াবা উদ্ধার করে। এসময় মেহেদী হাসান নামে এক মাদক ব্যবসায়ীকে আটক করা হয়। একই দিনে ধুমধুম টাওয়ারের পুলিশ চেক পোষ্টে এস আই আলামিন নেতৃত্বে সন্দেহ হলে তল্লাসী চালিয়ে ২হাজার ৮শত পিস ইয়াবাসহ মোঃ আয়ার ও জাফর নামে দুই রোহিঙ্গাকে আটক করা হয়। এসব মাদকের বাজারে মূল্য ৪ কোটি টাকা বলে সূত্র জানায়।
অন্যদিকে চলতি মাসে ১৯ মার্চ রবিবার সন্ধ্যায় নাইক্ষ্যংছড়ি থানা’র এস আই বাবুল নেতৃত্বে ধুমধুম টাওয়ারে অভিযান ২ হাজার পিস ইয়াবাসহ মোঃ রায়হান ও নাজিম মোল্লাহ নামে দুই মাদক ব্যবসায়ীকে আটক করা হয়।
নাইক্ষ্যংছড়ি থানা আরো জানায়, মাদকের অভিযান পরিচালনায় যেসব মাদকব্যবসায়ী আটক করা হয়েছে তাদের বিরুদ্ধের মাদক আইনের মাদকের মামলা করা হয়। অভিযুক্ত করে বান্দরবান জেলা কারাগারে প্রেরণ করা হয়।
এব্যপারে নাইক্ষ্যংছড়ি ভারপ্রাপ্ত কর্মকর্তা টান্টু সাহা প্রতিবেদককে জানান, পার্বত্য জেলায় বান্দরবানের সবচেয়ে ইয়াবা পাচার হয় নাইক্ষ্যংছড়ি উপজেলার ধুমধুম ইউনিয়নের সীমান্তে। মায়ানমার সীমান্ত পার্শ্ববর্তী হওয়াতেই অবৈধভাবে ইয়াবা গুলো মায়ানমার থেকে বাংলাদেশে চলে আসে। কিভাবে ইয়াবাগুলো নিয়ে সে ব্যপারে বলা যাচ্ছে না। আমরা গোপন তথ্য কিংবা সন্দেহ হলে তল্লাসী ও অভিযান চালিয়ে ইয়াবা গুলো উদ্ধার করি।