নানিয়ারচর আওয়ামীলীগের আয়োজনে মহান স্বাধীনতা দিবস পালিত
॥ তুফান চাকমা, নানিয়ারচর ॥
মহান স্বাধীনতা দিবস উপলক্ষে নানিয়ারচর উপজেলা আওয়ামীলীগ ও সকল সহযোগী সংগঠনের আয়োজনে দলীয় কার্যালয়ে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
শনিবার সকালে নানিয়ারচর উপজেলা আওয়ামীলীগের যুগ্ন সাধারণ সম্পাদক ফারুক মৃধার সঞ্চালনায় আলোচনা সভা সভাপতিত্ব করেন উপজেলা আওয়ামীলীগের সহ সভাপতি সুজিত তালুকদার।
এসময় উপজেলা আওয়ামীলীগ, ইউনিয়ন আওয়ামীলীগ ও সকল সহযোগী সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। বক্তরা বাংলাদেশের মুক্তিযুদ্ধ ও এর পটভূমি নিয়ে বিস্তারিত আলোচনা করেন এবং জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানসহ ৭১ এর সকল যোদ্ধাদের অবদানকে শ্রদ্ধাভরে স্মরণ করেন।
আলোচনা শুরুর আগে দলীয় কার্যালয়ে জাতীয় পতাকা ও দলীয় পতাকা উত্তোলন, উপজেলা কেন্দ্রীয় শহীদ মিনার ও বঙ্গবন্ধুর প্রতিকৃতিকে পুষ্পমাল্য অর্পণ করেন নেতাকর্মীরা।