[vc_row][vc_column css=”.vc_custom_1596871563159{margin-bottom: 0px !important;}”][vc_column_text css=”.vc_custom_1596874329023{padding-top: -30px !important;}”]

শিরোনাম
বাঘাইছড়িতে ইদুর বন্যায় ক্ষতিগ্রস্তদের খাদ্য সহায়তা দিয়েছে জাবারাং সমিতিকাপ্তাই জোন সদর দপ্তরে মাসিক নিরাপত্তা বিষয়ক সমন্বয় সভাদীঘিনালায় কফি ও কাজুবাদাম চাষে কৃষকদের মাঝে দিনব্যাপি প্রশিক্ষণখাগড়াছড়ির পানছড়িতে ভুতুরে বিদ্যুৎ বিল প্রদানে প্রকৌশলীকে নাজেহাললক্ষ্য অর্জনে পড়ালেখায় সঠিক দায়িত্ব পালন করতে হবেদীঘিনালায় একাদশ শ্রেণীর শিক্ষার্থীদের ওরিয়েন্টেশন ক্লাসবাংলাদেশের স্বাস্থ্য ও শিক্ষা খাতের উন্নয়ন প্রশংসনীয়: ব্রিটিশ হাইকমিশনারবাঘাইছড়িতে বন্যায় বিপর্যস্ত কাচালং বালিকা উচ্চ বিদ্যালয়, বন্ধ শ্রেনীকার্যক্রমবাঘাইছড়িতে এমএন লারমার ৮৬ তম জন্মবার্ষিকী উপলক্ষে আলোচনা সভামাটিরাঙ্গায় হুইসেল ব্লোয়ার হিসেবে অন্তর্ভূক্তি করণ সভা অনুষ্ঠিত
[/vc_column_text][/vc_column][/vc_row]

জুরাছড়িতে যথাযথ মর্যাদায় মহান স্বাধীনতা দিবস উদযাপন

৭২

॥ জুরাছড়ি উপজেলা প্রতিনিধি ॥

জুরাছড়িতে যথাযোগ্য মর্যাদায় ও বর্ণাঢ্য আয়োজনে পালিত হয়েছে স্বাধীনতা দিবস। সূর্যোদয়ের সাথে সাথে স্মৃতিসৌধে ৩১ বার তোপধ্বনি ও সরকারি – বেসরকারি সকল প্রতিষ্ঠানে জাতীয় পতাকা উত্তোলনের মাধ্যমে শুরু হয় স্বাধীনতা দিবসের আনুষ্ঠানিকতা।

শনিবার (২৬শে মার্চ) এ উপলক্ষে সকালে উপজেলা প্রশাসন ও পরিষদ, আওয়ামী লীগের অঙ্গসংগঠনের নেতাকর্মী এবং বিভিন্ন সাংস্কৃতিক সংগঠনের পক্ষ থেকে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ম্যুরালে পুষ্পস্তবক অর্পণ করা হয়।

পরে সকাল ৯টায় উপজেলা প্রশাসন ও উপজেলা পরিষদের আয়োজনে উপজেলা মাঠে পুলিশ, আনসান-ভিডিপি, স্কাউট ও ছাত্র-ছাত্রীদের কুচকাওয়াজ এবং বিভিন্ন খেলা প্রতিযোগীতা অনুষ্ঠিত হয়।

এসময় উপজেলা নির্বাহী অফিসার জিতেন্দ্র কুমার নাথ সভাপতিত্বে অনুষ্ঠানে উদ্বোধন করেন উপজেলা চেয়ারম্যান সুরেশ কুমার চাকমা,থানা অফিসার ইনচার্জ মোঃ শফিউল আজম, ভাইস ও ইউপি চেয়ারম্যানগণসহ সরকারি কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন।

 

 

বক্তারা বলেন, ৫২ তম মহান স্বাধীনতা ও জাতীয় দিবস। ১৯৭১ সালের ২৬ মার্চের জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান সর্বশক্তি দিয়ে পাকিস্তানি হানাদার বাহিনীকে প্রতিরোধ ও বিজয় অর্জিত না হওয়া পর্যন্ত লড়াই চালিয়ে যাওয়ার ডাক দিয়েছিলেন।দীর্ঘ ৯ মাস রক্তক্ষয়ী যুদ্ধে অর্জিত হয় বাংলাদেশের স্বাধীনতা।

উপজেলা নির্বাহী অফিসার জিতেন্দ্র কুমার নাথ জীতেন্দ্র কুমার নাথ বলেন, মুক্তিযুদ্ধ চলাকালিন সময়ে যারা পাকিস্তানের দোসর ছিল রাজাকার, আলবদর,আলসাম এবং বঙ্গবন্ধু খুনীদের বিচারের আওতায় এনে শাস্তি প্রদান করা হয়েছে।

তিনি আরো বলেন, প্রধানমন্ত্রী শেখহাসিনার নেতৃত্বে বাংলাদেশ দিনদিন উন্নয়নের দিকে ধাপিত হচ্ছে। মুক্তিযুদ্ধের চেতনায় উজ্জ্বীবিত হয়ে বাংলাদেশকে বিশে^র উন্নয়নশীল দেশে পরিণত করার জন্য সকলের প্রতি অনুরোধ জানান।

এদিকে জুরাছড়ি উপজেলায় রাঙ্গামাটি জেলা পরিষদ বিশ্রামাগাড়ে আওয়ামীলীগের আয়োজনে মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উপলক্ষে আলোচনা সভা আয়োজন করা হয়েছে। সভায় বক্তব্য রাখেন উপজেলা আওয়ামীলীগের সভাপতি প্রর্বতক চাকমা, সাধারণ সম্পাদক জ্ঞানেন্দু বিকাশ চাকমা, জেলা আওয়ামীলীগের সদস্য চারু বিকাশ চাকমা, ছাত্রলীগ সাধারণ সম্পাদক সুদীপ্ত চাকমা( বাচ্চু),ছাত্রলীগ সভাপতি মোহর চাকমা প্রমূখ।