ফুটবল কন্যা” আনাই, আনুচিং, মনিকারা পাহাড়ের গব: মংসুইপ্রু চৌধুরী
॥ দহেন বিকাশ ত্রিপুরা, খাগড়াছড়ি ॥
খাগড়াছড়ি পার্বত্য জেলা পরিষদের চেয়ারম্যান মংসুইপ্রু চৌধুরী অপু বলেছেন, বাংলাদেশ ফুটবল দলের “ফুটবল কন্যা” আনাই, আনুচিং, মনিকারা পাহাড়ের গর্ব। তারা দেশের সম্পদ। পার্বত্য জেলা পরিষদ সব সময় ফুটবল কন্যাদের পাশে আছে এবং থাকবে।
এ সময় চেয়ারম্যান, তাদের আর্থিক স্বচ্ছলতার পথ সুগম করতে পরিবারের খরচের জন্য প্রতিমাসে ১০ হাজার টাকা ও পরিবারের এক সদস্যকে চাকুরী দেওয়া থেকে শুরু করে যমজ বোন আনাই মগিনী ও আনুচিং মগিনী বাড়িতে যাওয়ার পথে তাদের নামে একটি পাকা ব্রীজ করে দেওয়ার ঘোষনাও দেন। আর সে ব্রীজের নাম হবে আনাই-আনুচিং এর নামে করা হবে বলেও জানান খাগড়াছড়ি পার্বত্য জেলা পরিষদ চেয়ারম্যন মংসুইপ্রু চৌধুরী অপু।বৃহস্পতিবার (২৪ মার্চ ২০২২) দুপুরে পার্বত্য জেলা পরিষদ সম্মেলন কক্ষে ফুলবল কন্যাদের ফুলেল শুভেচ্ছা ও সম্মাননা ক্রেষ্ট বিতরণ শেষে অভিমত ব্যক্তকালে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব ঘোষনা দেন।
এ সময় তিনি আরো বলেন, বিশ্ব দরবারে ফুটবল কন্যারা জাদুকরী বল এর মাধ্যমে বাংলাদেশের সম্মান ও পরিচিতি বৃদ্ধি করেছে। তারা বাংলাদেশের গর্ব। তাই তাদের প্রতিটি সময়ে পাশে থাকার প্রত্যয় ব্যক্ত করে ফুটবলে মনোনিবেশসহ টিমের কার্যক্রম এগিয়ে নিতে পাহাড়ে ফুটবলের সম্ভাবনাকে কাজে লাগাতে ক্রীড়া সংস্থার প্রতি উদ্যোগ নেওয়ার অনুরোধ জানান। নারীদের ফুটবলে পার্বত্য জেলা পরিষদের পক্ষ থেকে সকল ধরনের সহায়তা প্রদানের আশ্বাস দেন তিনি।
এসময় পার্বত্য জেলা পরিষদের জনসংযোগ কর্মকর্তা চিংলামং চৌধুরীর সঞ্চালনায় এতে বক্তব্য রাখেন, খাগড়াছড়ি পার্বত্য জেলা পরিষদ সদস্য ও ক্রীড়া বিভাগের আহবায়ক মেমং মারমা, জেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক জুয়েল চাকমা, পরিষদের সদস্য শাহিনা আক্তার,মূ খ্য নির্বাহী কর্মকর্তা বশিরুল হক ভূইঞা, পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের উপ-সচিব মোঃ আলাউদ্দিন চৌধুরী, পার্বত্য চট্টগ্রাম আঞ্চলিক পরিষদেরর সদস্য রক্তোৎপল ত্রিপুরা উপস্থিত ছিলেন ।