দীঘিনালায় স্বাধীনতার সুবর্ণজয়ন্তী উপলক্ষে মুক্তিযোদ্ধা সমাবেশ
॥ মোঃ সোহেল রানা, দীঘিনালা ॥
খাগড়াছড়ি দীঘিনালা উপজেলায় স্বাধীনতার উদযাপন উপলক্ষে সুবর্ণজয়ন্তী মেলার সমাপনী, বীর মুক্তিযোদ্ধা সমাবেশ, আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠানের পালন করা হয়েছে
বুধবার(২৩মার্চ) সকাল সাড়ে ১০টায় উপজেলা অডিটোরিয়ামে সম্মেলণ কক্ষে উপজেলা প্রশাসনের আয়োজনে স্বাধীনতার সুবর্ণজয়ন্তী উদযাপন উপলক্ষে সুবর্ণজয়ন্তী মেলার সমাপনী, বীর মুক্তিযোদ্ধা সমাবেশ, আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠানের উপজেলা নির্বাহী কর্মকর্তা ফাহমিদা মুস্তফা’র সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, দীঘিনালা উপজেলা পরিষদের চেয়ারম্যান ও আ.লীগের সভাপতি আলহাজ্ব মোঃ কাশেম। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, খাগড়াছড়ি সদর উপজেলার বীর মুক্তিযোদ্ধা মোঃ আবদুর রহমান, উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান সীমা দেওয়ান, খাগড়াছড়ি জেলা প্রশাসকের নির্বাহী ম্যাজিস্টেট শেখ নওসাদ হাসান, মেরুং ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মাহমুদা বেগম , উপজেলা মৎস্য কর্মকর্তা অর্বণা চাকমা, দীঘিনালা থানা (ভারপ্রাপ্ত) কর্মকর্তা একে এম পেয়ার আহমেদ প্রমূখ। অনুষ্ঠানে বীর মুক্তিযোদ্ধাদের পক্ষে স্বাগত বক্তব্য রাখেন সাবেক উপজেলা কমান্ডার বীর মুক্তিযোদ্ধা মোঃ এনামুল হক চেীধুরী এবং মুক্তিযুদ্ধের চেতনায় স্মৃতিচারণ করেন বীর মুক্তিযোদ্ধা মোঃ নুরুল ইসলাম।
আলোচনা সভায় বক্তারা বলেন, স্বাধীনতার পর স্বাধীনতা বিরোধীরা ষড়যন্ত্র করে বঙ্গবন্ধুকে স্ব পরিবারসহ হত্যা করা হয়। পরবর্তীতে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সুযোগ্যকন্যা বর্তমান বাংলাদেশ সরকারের প্রধানমন্ত্রী শেখ হাসিনা ক্ষমতায় আসার পর শেখ হাসিনার নেতৃত্বে বাংলাদেশ এখন বিশ্বের বুকে উন্নয়নের রোল মডেল হিসেবে পরিচিত লাভ করেছে। বাংলাদেশ সরকারের এ উন্নয়নের ধারা সমুন্নত রাখতে সকলকে ঐক্য বদ্ধের আহবান জানান বক্তারা। এসময় সভায় আরও উপস্থিত ছিলেন, দীঘিনালা প্রেসক্লাবের সভাপতি সাংবাদিক জাহাঙ্গীর আলম রাজু, সাংবাদিক পলাশ বড়ুয়া, বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষক ও শিক্ষার্থী সহ বীর মুক্তিযোদ্ধা ও তাদের পরিবারের সদস্য, বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটি দীঘিনালা শাখার সদস্য সহ উপজেলার বিভিন্ন দপ্তরের কর্মকর্তা কর্মচারী বৃন্দ।