রাঙ্গামাটিতে অস্ত্রধারী দুই গ্রুপের গোলাগুলিতে নিহত ৩
॥ নিজস্ব প্রতিবেদক ॥
রাঙ্গামাটির রাজস্থলী উপজেলা ও বান্দরবানের রাজভিলা সীমান্তবর্তী এলাকায় অস্ত্রধারী দুই গ্রুপের মধ্যে গোলাগুলিতে অন্তত ৩ জন নিহত হয়েছে। মঙ্গলবার সকালে এ ঘটনা ঘটে বলে স্থানীয় ও পুলিশ সুত্রে জানা গেছে। নিহতরা সবাই মগপার্টির সদস্য ও সমর্থক বলে স্থানীয় সূত্র জানিয়েছে।
সূত্র আরো জানায়, রাতে টহল শেষে সকালে বান্দরবান সীমান্ত থেকে রাজস্থলীর পাইতং পাড়া এলাকায় নিজেদের আস্তানায় ফিরছিল মগ পার্টির সদস্যরা। ফেরার পথে পাহাড়ে লুকিয়ে থাকা অপর অস্ত্রধারীরা মগ পার্টি সদস্যদের লক্ষ্য করে গুলি ছুড়ে। এতে ঘটনাস্থলেই ৩ জন নিহত হয়। হতাহতের সংখ্যা আরো বাড়তে পারে বলেও জানিয়েছে সূত্রগুলো। তবে এ হামলার দায় এখনো কেউ স্বীকার করেনি। অন্যদিকে নিহতদের ব্যাপারে মগ পার্টির পক্ষ থেকেও কোন বক্তব্য পাওয়া যায়নি।
ঘটনার সত্যতা নিশ্চিত করে রাজস্থলী থানার উপ-পরিদর্শক (নিরস্ত্র) মোঃ ইয়াসিন জানান, তিনজন মারা গেছে বলে খবর পেয়েছি। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে যাচ্ছে। তবে নিহতের পরিচয় এখনো সনাক্ত করা যায়নি।