মানিকছড়িতে মুক্তিযোদ্ধা সমাবেশ অনুষ্ঠিত
॥ মানিকছড়ি উপজেলা প্রতিনিধি ॥
উপজেলা পর্যায়ে “মুক্তির উৎসব ও সুবর্ণজয়ন্তী মেলা” উপলক্ষে খাগড়াছড়ির মানিকছড়িতে ৫০টি জাতিয় পতাকা সম্বলিত গাড়ী বহর নিয়ে জেলা মুক্তিযোদ্ধারা উপজেলা সফরে আসলে তাদের ও স্থানীয় মুক্তিযোদ্ধারের নিয়ে সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার (২২ মার্চ) বিকেলে উপজেলা টাউন হল মুক্তিযোদ্ধাদের সংবর্ধনা প্রদান করেন উপজেলা প্রশাসন। গত ১৭-২৩ মার্চ পর্যন্ত মুক্তির উৎসব ও সুবর্ণজয়ন্তী মেলার আয়োজন করেন মানিকছড়ি উপজেলা প্রশাসন। সমাবেশের শুরুতেই মুক্তিযোদ্ধাদের ফুলেল শুভেচ্ছায় বরণ করেন অতিথিরা।
উপজেলা প্রাণী সম্পদ কর্মকর্তা ডা. সূচয়ণ চৌধুরী’র সঞ্চালনায় সমাবেশে প্রধান অতিথি ছিলেন, খাগড়াছড়ি জেলার অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) গোলাম মোহাম্মদ বাতেন। ভারপ্রাপ্ত ইউএনও রুম্পা ঘোষ’র সভাপতিত্বে সমাবেশে বক্তব্য রাখেন, খাগড়াছড়ি জেলার সাবেক মুক্তিযোদ্ধা কমান্ডার মোঃ রইচ উদ্দিন, সাবেক ডেপুটি কমান্ডার মোঃ আব্দুল মান্নান, সাবেক মানিকছড়ি উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডার মোঃ সফিউল আলম চৌধুরী, সদর ইউপি চেয়ারম্যান মোঃ শফিকুর রহমান ফারুক।