[vc_row][vc_column css=”.vc_custom_1596871563159{margin-bottom: 0px !important;}”][vc_column_text css=”.vc_custom_1596874329023{padding-top: -30px !important;}”]

শিরোনাম
দীঘিনালায় যৌথবাহিনীর হাতে অস্ত্রসহ ইউপিডিএফ কর্মী আটকবান্দরবানে রিপোর্টার্স ইউনিটির ভবন জোড়পূর্বক দখলের অভিযোগবান্দরবানের থানচিতে ১১ দফা দাবিতে বিক্ষোভ মিছিল ও গণসমাবেশমানিকছড়িতে চাঁদাবাজি করতে এসে জনতার হাতে অস্ত্রসহ সন্ত্রাসী আটকবরকল উপজেলার ভূষণছড়া ইউনিয়ন পরিষদে প্রশাসক নিয়োগরাঙ্গামাটির লংগদুতে নৌকার কিছু নেতাকর্মী এখন ট্রাকে উঠে গেছেকাজে দীর্ঘসূত্রতা পরিহার এবং স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত করতে হবে-পার্বত্য উপদেষ্টাসড়ক দুর্ঘটনায় কাপ্তাই বিএফআইডিসি এলপিসি শাখার কর্মচারী নিহতমানিকছড়ির নবাগত ইউএনও’র সাথে বাংলাদেশ মারমা ঐক্য পরিষদের শুভেচ্ছা বিনিময়খাগড়াছড়িতে বন্যাকবলিত শিক্ষার্থীদের শিক্ষা উপকরণ বিতরণ
[/vc_column_text][/vc_column][/vc_row]

বরকলে ন্যায্যমূল্যে টিসিবির পণ্য পেয়ে খুশি নিম্ন আয়ের মানুষ

৬৩

॥ বরকল জেলা প্রতিনিধি ॥

সারা দেশে রমজান মাস সামনে রেখে নিম্ন আয়ের মানুষকে কার্ড পদ্ধতিতে টিসিবি পণ্য সেবা নিশ্চিত করেছে সরকার।তারই ধারাবাহিকতায় পার্বত্য রাঙামাটি বরকল উপজেলায় প্রথমবারের মতো কার্ড পদ্ধতিতে টিসিবি পণ্য সেবা নিশ্চিত করতে সক্ষম হয়েছে উপজেলা প্রশাসন।আর টিসিবি পণ্য সেবা পেয়ে খুশি হয়েছেন উপকারভোগীরা।

গত ২০ মার্চ থেকে বরকল উপজেলায় কলাবুনিয়া বাজার ও জগন্নাথছড়ি বিক্রয় কেন্দ্রে ডিলার মোঃ ফারুক এর মাধ্যমে টিসিবি পণ্য বিতরণ করা হয়।ওইদিন আইমাছড়া ইউপি চেয়ারম্যান সুবিমল চাকমা,বিক্রয় কেন্দ্র পরিদর্শক উপজেলা প্রাণী সম্পদ কর্মকর্তা ডাঃ সুব্রত সরকার সহ সংশ্লিষ্ট ব্যক্তিরা উপস্থিত ছিলেন।

এদিকে,আগামী ২৮শে মার্চ পর্যন্ত নির্ধারিত বিক্রয় কেন্দ্রে টিসিবির পণ্য সেবা দেয়া হবে বলে সংশ্লিষ্টরা জানিয়েছেন।

উপজেলা নির্বাহী কর্মকর্তা জুয়েল রানা জানান, প্রধানমন্ত্রী শেখ হাসিনা পবিত্র রমজান মাস সামনে রেখে সারা দেশে ১ কোটি নিম্ন আয়ের মানুষকে ন্যায্যমূল্যে পণ্য সেবা প্রদানে উদ্যোগ নিয়েছে। তারই অংশ হিসেবে বরকলেও সেই সেবা নিশ্চিত করা হচ্ছে। গত ২০ মার্চ থেকে টিসিবি পণ্য বিতরণ শুরু করা হয়েছে। তবে টিসিবি পণ্য সেবা নিয়ে এখনও কেউ কোনকিছু অভিযোগ বা মন্তব্য করেননি। আর সঠিকভাবে কার্য সম্পাদনের পেছনে সংশ্লিষ্ট জনপ্রতিনিধি ও কর্মকর্তাদের অবদান রয়েছে বলে তিনি ভূয়সী প্রশংসা করেন।

উপকারভোগী আইমাছড়া ইউনিয়নের সাক্রাছড়ি গ্রামের বাসিন্দা বিন্ধা রাণী চাকমা জানান,ন্যায্য মূল্যে পণ্য সেবা পেয়ে খুশি হয়েছেন। তারমতে, ৪শ ৬০ টাকা দিয়ে এতগুলো জিনিস পাওয়া তার কাছে যথেষ্ট। তার কারণ যে পণ্যগুলো ন্যায্য দামে পেয়েছেন বাজারে তা অনেক দাম দিয়ে কিনে নিতে হতো। বর্তমানে বরকল বাজারে প্রতি কেজি ডালের দাম ৯০ টাকা,টিসিবির ডাল প্রতি কেজি ৬৫ টাকা,চিনির বাজারমূল্য প্রতি কেজি ১০০ টাকা,ন্যায্য মূল্য ক্রয় করেন ৫৫ টাকা, তেল বাজারমূল্য প্রতি লিটার ১৮০-১৯০ টাকা, টিসিবির তেল ক্রয় কেেরছেন ১১০ টাকা।যারকারণে সরকারের এমন উদ্যোগকে তিনি সাধুবাদ জানিয়েছেন।

আরো একজন উপকারভোগী চন্ডিলাল চাকমা জানান,বাজার মূল্যের চেয়ে টিসিবির পণ্যগুলো তার কাছে যথেষ্ট সাশ্রয়ী মনে হয়েছিল। যদিও তাকে টিসিবির পণ্য টাকা দিয়ে ক্রয় করতে হয়েছিল।

এ ব্যাপারে টিসিবির ডিলার মোঃ ফারুক জানান,গত ২০মার্চ আইমাছড়া ইউনিয়নে কলাবুনিয়া বাজারে ৪১১ ও জগন্নাথছড়া বিক্রয় কেন্দ্রে ৪১১ জন কার্ডধারীকে টিসিবির পণ্য দেয়া হয়েছে। তবে পণ্য সেবা বিষয়ে কেউ অভিযোগ তুলেননি।