দীঘিনালায় বিশ্ব পানি দিবস পালন
॥ মোঃ সোহেল রানা, দীঘিনালা ॥
“Ground water: making the invisible visibal ” কে প্রতিপাদ্য ধারন করে খাগড়াছড়ি দীঘিনালায় বিশ্ব পানি দিবস পালন হয়েছে।
মঙ্গলবার (২২ মার্চ) সকাল ১১ টায় দীঘিনালা উপজেলা পরিষদের সেমিনার কক্ষে উপজেলা প্রশাসন আয়োজনে দীঘিনালা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ফাহমিদা মুস্তফা’র সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব মোহাম্মদ কাশেম, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা পরিষদের মহিলা- ভাইস চেয়ারম্যান সীমা দেওয়ান, মেরুং ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মাহমুদা বেগম (লাকী) সহ উপজেলার বিভিন্ন দপ্তরের সরকারি বেসরকারি প্রতিষ্ঠানের কর্মকর্তাবৃন্দ।
এসময় বক্তারা বলেন, পানির উৎস নষ্ট করা যাবেনা , পাহাড়ের ঝিরি ঝরনা বাঁচিয়ে রাখতে হবে। শুকনো মৌসুমে পানি পাওয়া যাবে, পানি অপচয় রোধ করতে সকলেকে সচেতন হতে হবে।