[vc_row][vc_column css=”.vc_custom_1596871563159{margin-bottom: 0px !important;}”][vc_column_text css=”.vc_custom_1596874329023{padding-top: -30px !important;}”]

শিরোনাম
খাগড়াছড়িতে অপহৃত ৫শিক্ষার্থীর মধ্যে লংঙি ম্রো বান্দরবান উপজেলা আলীকদমেরখাগড়াছড়ির রামগড়ে দুই কোচিং সেন্টারকে ৫০ হাজার টাকা জরিমানাখাগড়াছড়ির রামগড়ে দুই বসতবাড়ি আগুনে ভষ্মিভুতদীঘিনালায় গার্ল গাইডস এসোসিয়েশনের ৫দিনব্যাপি বিজ্ঞপাখি মৌলিক প্রশিক্ষণ সম্পন্নখাগড়াছড়ির দীঘিনালায় বাড়ির সদস্যদের অজ্ঞান করে দূর্ধষ চুরিগুণগত শিক্ষা জাতিগত ভেদাভেদ ভুলিয়ে দিতে পারবে: রাঙ্গামাটিতে জলখেলি অনুষ্ঠানে সুপ্রদীপনৃ-গোষ্ঠীর আগে ক্ষুদ্র শব্দটি ব্যবহার করতে চাই না: জলকেলীতে উপদেষ্টা সুপ্রদীপবান্দরবানের আলীকদমে মার্মা সম্প্রদায়ের মাহাঃ সাংগ্রাই পোয়েঃ-২০২৫ উৎসব পালনপুরোনো দিনের গ্লানি মুছে যাক সাংগ্রাইয়ের মৈত্রীময় জলেবান্দরবানের থানচিতে খ্রীস্টান সম্প্রদায়ের গুড ফ্রাইডের উপহার দিলেন সেনাবাহিনী
[/vc_column_text][/vc_column][/vc_row]

রোয়াংছড়িতে আন্তর্জাতিক বন দিবস উপলক্ষে বিশেষ পথনাট্য

৩২

॥ হ্লাছোহ্রী মারমা, রোয়াংছড়ি ॥

‘বন সংরক্ষণের অঙ্গীকার, টেকসই উৎপাদন ও ব্যবহার’ প্রতিপাদ্যকে সামনে রেখে সোমবার (২১ মার্চ) বান্দরবানের রোয়াংছড়িতে কমিউনিটি পার্টনারশীপ টু স্ট্রেনদেন সাইসটেইনেবল ডেভেলপমেন্ট প্রোগ্রাম (কম্পাস) ইউএস ফরেস্ট সার্ভিস, ইন্টারন্যাশনাল প্রোগ্রাম, ইউএসএআইডি সহযোগিতায় আরণ্যক ফাউন্ডেশন ও তহজিংডং এর আয়োজনের আন্তর্জাতিক বন দিবস উপলক্ষে (আমার বন আমার জীবন) পথনাটক নামে জীববৈচিত্র্যের ক্ষতি, মাটি ক্ষয় এবং ভূমিধস, মাটির উর্বরতা এবং ফসলের ফলন হ্রাস করুণ, স্রোতে পানির প্রবাহ হ্রাস (ঝিরি), বনজ সম্পদের প্রাপ্যতা হ্রাস, বন উজার, ঝিরি ঝর্ণা থেকে পাথর উত্তোলন, বালু উত্তোলন বিষয় নিয়ে রোয়াংছড়ি কেন্দ্রীয় জেতবন বৌদ্ধ বিহারে সংলগ্ন মাঠে স্থানীয় জনগোষ্ঠীর সাংস্কৃতিক দলের মারমা ভাষায় বিশেষ পথ নাটক পরিবেশন করা হয়।

পাশাপাশি আয়োজক প্রতিষ্ঠান জানান, এ কর্মসূচীর আওতায় কমিউনিটির উদ্যোগে এক হাজার হেক্টর অবক্ষয়িত বনাঞ্চলের বন পুনরুদ্ধারের পরিকল্পনা হাতে নেয়া হয়েছে। এ কর্মসূচি সফলভাবে বাস্তবায়িত হলে এলাকার বন, বণ্যপ্রাণীসহ প্রতিবেশ সেবা ফিরে আসবে।

অনুষ্ঠানে প্রকল্পের কর্মসূচীর কর্মকর্তা মো. জাহিদ হাসান সঞ্চালনায় ও রোয়াংছড়ি সদর ইউপি চেয়ারম্যান মেহ্লাঅং মারমা সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নির্বাহী কর্মকর্তা মোঃ ফোরকান এলাহি অনুপম। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ভাইস চেয়ারম্যান আথুইমং মারমা,৩৪৯নং ঘেরাউ মৌজা হেডম্যান শৈসাঅং মারমা, রোয়াংছড়ি সদর ইউপি ৩নং ওয়ার্ড সদস্য অংসিংচিং মারমা, অংজাই পাড়া কারবারি সাফোচিং মারমা, প্রকল্প ম্যানেজার নিখিলেস চাকমা, তহ্জিংডং প্রতিনিধি মংহ্লাছিং প্রমুখ।

অনুষ্ঠানে প্রধান অতিথি বলেন, এ বিশেষ পথ নাটিকা দ্বারা বুঝতে পারি পার্বত্য অঞ্চলের ঝিরি ও ঝর্ণাগুলোতে দিন দিন শুকিয়ে যাচ্ছে। তাই বনে গাছ পালাগুলো কর্তন,পাথর উত্তোলন বন্ধ করতে এলাকার মানুষের সচেতনতা বৃদ্ধি জন্য তিনি সবাইকে আহ্বান জানান।