কাপ্তাইয়ের জাতীয় উদ্যানে আন্তর্জাতিক বন দিবস পালিত
॥ মোঃ কবির হোসেন, কাপ্তাই ॥
‘বন সংরক্ষণের অঙ্গীকার, টেকসই উৎপাদন ও ব্যবহার’ প্রতিপাদ্যে কাপ্তাইয়ের জাতীয় উদ্যানে আন্তর্জাতিক বন দিবস পালন করা হয়েছে। সোমবার সকালে রাঙ্গামাটি দক্ষিণ বন বিভাগের আয়োজনে বার্ণাঢ্য র্যালী ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
এসময় কাপ্তাই রেঞ্জ কর্মকর্তা খন্দকার মাহামুদুল হক মুরাদের সঞ্চলনায় সভাপতিত্ব করেন কাপ্তাই উপজেলা নির্বাহী অফিসার মুনতাসির জাহান। প্রধান অতিথি ছিলেন দক্ষিণ রাঙ্গামাটি বন বিভাগের বিভাগীয় কর্মকর্তা ছালেহ মোঃ শোয়াইব খান(ডিএফও)। স্বাগত বক্তব্য রাখেন কাপ্তাই প্রেসক্লাবের সভাপতি মো.কবির হোসেন। বক্তব্য রাখেন সহকারী কমিশনার মাঈনুল হোসেন চৌধুরী, সিএমসি সভাপতি কাজী মাকসুদুর রহমান বাবুল ও প্রেসক্লাব সম্পাদক ঝুলন দত্ত।