বঙ্গবন্ধুর জন্মবার্ষিকী উপলক্ষে বান্দরবানে সাংবাদিকদের সাথে আওয়ামীলীগের মতবিনিময়
॥ বান্দরবান জেলা প্রতিনিধি ॥
আগামীকাল ১৭ মার্চ জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মবার্ষিকী উপলক্ষে বাংলাদেশ আওয়ামীলীগ উদযাপন কমিটি সাথে বান্দরবান জেলা কর্মকরত সাংবাদিকদের এক প্রস্তুতিমুলক সভা আয়োজন করা হয়েছে। বুধবার (১৬ মার্চ) সকালে শহরে বান্দরবান জেলা আওয়ামীলীগ কার্যালয়ের এইসভা অনুষ্ঠিত হয়।
আয়োজকরা জানান, ১৭ মার্চ বঙ্গবন্ধুর জন্মবার্ষিকী উপলক্ষ্যে বান্দরবান রাজার মাঠ প্রাঙ্গণে বিভিন্ন সব ধরনের প্রস্তুতি ইতিমধ্যে সম্পন্ন হয়েছে। অনুষ্ঠানে পুরো জেলায় সংগঠনের কর্মীরা সম্মেলনের যোগ দিবেন। এসময় গনমাধ্যমকর্মীদের সংবাদ প্রচার ও সহযোগীতা করার আহব্বান জানান সংবাদ সম্মেলনে।
সূচিতে উল্লেখ করা হয়েছে- প্রস্তুতিমূলক সভায় সকাল সাড়ে ৬ ঘটিকায় বঙ্গবন্ধু পাঠাগারে বঙ্গবন্ধু প্রতিকৃতিতে পুষ্পমাল্য অর্পন, সরকারী কলেজ প্রাঙ্গনে বঙ্গবন্ধু প্রতিকৃতিতে পুষ্পমাল্য অর্পন, জেলা আওয়ামীলিগের দলীয় কার্যালয়ের বঙ্গবন্ধু প্রতিকৃতিতে পুষ্পমাল্য অর্পন ও মহিলা কলেজ ছাত্রলীগের বঙ্গবন্ধু প্রতিকৃতিতে পুষ্পমাল্য অর্পন করা হবে। সকাল ৭ ঘটিকায় দলীয় কার্যালয়ের কোরআন ও দোয়া মাহফিল, সকাল সাড়ে ৮ ঘটিকায় বঙ্গবন্ধু মুক্ত মঞ্চে বঙ্গবন্ধু প্রতিকৃতিতে পুষ্পমাল্য অর্পন, দুপুর ১২ ঘটিকায় দুস্থদের মাঝে খাবার বিতরণ, বিকাল সাড়ে ২ ঘটিকায় জাতীয় ও দলীয় পতাকা উত্তোলন সহ আলোচনা, কেক কাটার ও সাংস্কৃতিক অনুষ্ঠান, বিকাল ৪ ঘটিকায় সাধারণ মানুষের মাঝে মাস্ক বিতরণ সহ সন্ধায় আকাশবাজী প্রজ্বলন এবং দলীয় কার্যালয়ের বঙ্গবন্ধু মুক্ত মঞ্চ পাঠাগারের আলোকসজ্জা সহ বিভিন্ন নানান ধরনে কর্মসূচি হাতে নেওয়া হয়েছে।
সভায় বান্দরবান জেলা আওয়ামীলীগের সহ- সভাপতি আব্দুর রহিম, সাধারণ সম্পাদক মোহাম্মদ ইসলাম বেবী, যুগ্ন সম্পাদক ইসলাম বেবী, জেলা পরিষদের সদস্য ক্যসাপ্রু, মোজাম্মেল হক বাহাদুর, প্রেসক্লাবের সভাপতি মনিরুল ইসলাম মনু, সাবেক সভাপতি আমিনুল ইসলাম বাচ্চু, প্রথম আলো জেলা প্রতিনিধি বুদ্ধজ্যেতি চাকমাসহ সংগঠনের নেতাকর্মী ও গনমাধ্যকর্মীরা উপস্থিত ছিলেন।