মানিকছড়িতে সাঁতার প্রশিক্ষনার্থীদের মাঝে সনদ বিতরন
॥ মোঃ ইসমাইল হোসেন, মানিকছড়ি ॥
খাগড়াছড়ির মানিকছড়ি উপজেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীদের অংশগ্রহণে সাত দিন ব্যাপী সাঁতার প্রশিক্ষনের সমাপনী ও সদন বিতরন করা হয়েছে।
মঙ্গলবার ( ১৫ মার্চ) দুপুরে উপজেলা রিসোর্ট সেন্টারে উপজেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক মোঃ জাহাঙ্গীর আলম’র সভাপতিত্বে সমাপনী ও সদন বিতরনী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন উপজেলা নির্বাহী অফিসার রক্তিম চৌধুরী, বিশেষ অতিথি ছিলেন, রানী নিহার দেবী সরকারি উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক দিলীপ কুমার দেব, ইন্সট্রাক্টর মোঃ আশাদুজ্জামন, জেলা ক্রীড়া অফিস প্রতিনিধি মোঃ নাছির উদ্দিনসহ আরো অনেকে। অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন, জেলা ক্রীড়া অফিস প্রতিনিধি মোঃ নাছির উদ্দিন।