[vc_row][vc_column css=”.vc_custom_1596871563159{margin-bottom: 0px !important;}”][vc_column_text css=”.vc_custom_1596874329023{padding-top: -30px !important;}”]

শিরোনাম
দীঘিনালায় ঈদে মিলাদুন্নবী উপলক্ষে জশনে জুলুস, মিলাদ ও পুরস্কার বিতরণপানছড়ি বাজার উচ্চ বিদ্যালয়ে পবিত্র ঈদে মিলাদুন্নবী (স.) পালিতকাপ্তাইয়ে জেন্ডার ভিত্তিক সহিংসতা ও ভিক্টিম সাপোর্ট বিষয়ক সভারাজস্থলীতে পবিত্র ঈদে মিলাদুন্নবী (স.) উদযাপনথানচিতে বংয়ক হেডম্যান স্মৃতি ফুটবল টুর্নামেন্ট উদ্বোধনচন্দ্রঘোনায় ধ্রব সংস্কৃতি পরিষদের বিজয়ীদের মাঝে সনদ বিতরণহুন্ডা আর গুন্ডা ভাড়া করে নির্বাচন ঠান্ডা করার চিন্তা বাদ দেন: অ্যাড. মোখতারমাইনীমুখ ব্যবসায়ী কল্যাণ সমিতির সভাপতি- হাসেম, সম্পাদক- আলাউদ্দিনকাপ্তাই-এ ২২৭জন কার্ডধারীদের মাঝে চাল বিতরণ১৭২ কোটি টাকায় লামায় পানি সরবরাহ ও স্যানিটেশন প্রকল্পের কাজ শুরু
[/vc_column_text][/vc_column][/vc_row]

মানিকছড়িতে কারিতাসের উদ্যোগে আপ-গ্রেড জুম চাষাবাদ বিষয়ক প্রশিক্ষণ

৪২

॥ মানিকছড়ি উপজেলা প্রতিনিধি ॥

মানিকছড়িতে কারিতাস সিপিপি পিএইপি-২ প্রকল্প’র উদ্যোগে ১০জন উপকারভোগীদেকে আপ-গ্রেড জুম চাষাবাদ বিষয়ক দিনব্যাপী প্রশিক্ষণ প্রদান করা হয়েছে।

মঙ্গলবার (১৫ মার্চ) সকালে মানিকছড়ি উপজেলার বাটনাতলী ইউনিয়নের অন্তর্গত তবলা পাড়া এলাকায় দিনব্যাপী উক্ত প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়। উপ-সহকারি কৃষি কর্মকর্তা উমা প্রসাদ বড়ুয়া প্রকল্পের উপকারভোগী ৭জন পুরুষ ও ৩জন মহিলা সদস্যকে প্রশিক্ষণ প্রদান করেন। এ সময় সিপিপি পিএইপি-২ প্রকল্প’র মাঠ কর্মকর্তা মো. সোলায়মান উপস্থিত ছিলেন।

প্রশিক্ষণে এগ্রো-ইকোলজি, কেঁচো/ ভার্মি কম্পোষ্ট স্যারের প্রয়োজনীয়তা ও তৈরি প্রক্রিয়া সম্পর্কে প্রশিক্ষণ প্রদান করেন সিপিপি পিএইপি-২ প্রকল্প’র মাঠ কর্মকর্তা মোঃ সোলায়মান। চাষাবাদের প্রস্তুতি/ জঙ্গল না পুড়িয়ে চাষাবাদ ও করনীয়, বিজ্ঞান সম্মত পদ্ধতি অনুসরণ করে সারা বছর ব্যাপী জুম প্লটে ফসল উৎপাদন, বৃষ্টির পানি সংরক্ষণ পদ্ধতি ও প্রযুক্তি ব্যবহার’র মাধ্যমে কিভাবে ফসল চাষাবাদ করা যায় সে বিষয়ে প্রশিক্ষণ প্রধান করেন উপ-সহকারি কৃষি কর্মকর্তা উমা প্রসাদ বড়ুয়া। এছাড়াও রোগ বালাই দমনে স্থানীয় পরীক্ষিত জৈব পদ্ধতির ব্যবহার ও তার প্রসার, স্থানীয় বিলুপ্তপ্রায় বীজগুলোকে সংরক্ষণ, বীজ ব্যাংক স্থাপন, বীজ বিনিময় ও বীজ ব্যবসা করাসহ পন্য বাজারজাতকরণ ব্যবস্থাপনা ও নায্যমূল্য প্রাপ্তিতে করনীয় বিষয়েও প্রশিক্ষণ প্রদান করেন।