বান্দরবানে রিগ্রাইংক্ষ্যং মিনিবার ফুটবল টুর্ণামেন্ট ফাইনাল খেলায় বিজয়ী পলখা দুং একদশ
॥ বান্দরবান জেলা প্রতিনিধি ॥
বান্দরবান পৌর শহরে ঐতিহ্যবাহী সাঙ্গুর নদীর বালু চরে ফ্রেন্ডস ক্লাব অব বান্দরবান আয়োজনে রিগ্রাইংক্ষ্যং মিনিবার ফুটবল টুর্ণামেন্ট ফাইনাল ও সমাপনী খেলা অনুষ্ঠিত হয়েছে।
সোমবার (১৪ মার্চ) বিকালে বান্দরবান সাঙ্গুর নদীর বালু চরে ৫নং ওয়ার্ড উজানী পাড়া পুলুমং মারমা সভাপতিত্বে সমাপনি অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বান্দরবান জেলা পরিষদ সদস্য ও আওয়ামীলীগের যুগ্ন সম্পাদক লক্ষীপদ দাশ।
এদিকে ফাইনাল খেলা ম্যাচের শুরুতে অতিথীদের ফুলেল মাধ্যমে শুভেচ্ছা জানিয়ে বরণ করেন নেন আয়োজকরা। পরে সাঙ্গু বালু চরে নৃত্য পরিবেশনায় ও আকাশে ফানুস উড়ানো মধ্য দিয়ে ফাইনাল খেলায় মাঠের চারিদিকে কোণায় কোণায় দর্শক ছিল লক্ষণীয়। মাঠ ছিল দর্শকে পরিপূর্ণ। সেই পরিপূর্ণ দর্শককে ঘিরে সমাপনি খেলায় পলখা দুং একদশ বনাম ফ্রাংকো ক্লাব মুখোমুখী হয়।
খেলা শুরুতে মুখোমুখি হাড্ডাহাড্ডি লড়াইয়ে প্রথমার্ধে খেলা আক্রমণ চেষ্টা করলেও জালের বল কোন দলের পড়েনি। খেলায় দ্বিতীয়র্ধে শুরুতেই ১৫ মিনিট মাথায় ৬ নাম্বার জার্সি পরিহিত খেলোয়ার চার্লি প্রু মারমা প্রতি পক্ষের জালে বল ফেলে দলের উৎসাহ বাড়িয়ে দেয় পলংখা দুং স্পোর্টিং ক্লাবকে। তারপর দুই দলের খেলোয়াড়েরা প্রতি পক্ষের জালে বল দেয়ার চেষ্টা, আক্রমণ-পাল্টা আক্রমণ।
খেলা শেষ পর্যায়ের ফ্রাংকো ক্লাবকে ১-০ গোলে হারিয়ে পরাজিত করে বিজয়ী কাপ ছিনিয়ে নেয় পলখা দুং একাদশ। এতে খেলা শেষে সেরা গোলদাতা চালী প্রু মারমা জার্সি (৬), ম্যান অব দ্যা ম্যাচ ১০ নং জার্সি পরিহিত খেলোয়ার সুবাস তংচগ্যাসহ পলখা দুং একাদশ বিজয়ী দলকে ট্রফি তুলে দেয়া হয়।
সমাপনী অনুষ্ঠানে বান্দরবান যুবলীগে আহব্বায়ক কেলুমং মারমা, সদস্য মহিউদ্দীন, জেলা ছাত্রলীগে সাধারণ সম্পাদক জনি সুশীল, জেলা ক্রিড়া সংস্থা সদস্য সাচিং প্রু(আমে)সহ জেলা রেফারী অংম্যা, নুহাইথুই, ফ্রেন্ডস ক্লাব অব বান্দরবান সভাপতি লুসাইমং, সাধারণ সম্পাদক হ্লাচিং মারমাসহ গনমান্য ব্যক্তিবর্গ ও গণমাধ্যমকর্মী উপস্তিত ছিলেন।