[vc_row][vc_column css=”.vc_custom_1596871563159{margin-bottom: 0px !important;}”][vc_column_text css=”.vc_custom_1596874329023{padding-top: -30px !important;}”]

শিরোনাম
খাগড়াছড়িতে অপহৃত ৫শিক্ষার্থীর মধ্যে লংঙি ম্রো বান্দরবান উপজেলা আলীকদমেরখাগড়াছড়ির রামগড়ে দুই কোচিং সেন্টারকে ৫০ হাজার টাকা জরিমানাখাগড়াছড়ির রামগড়ে দুই বসতবাড়ি আগুনে ভষ্মিভুতদীঘিনালায় গার্ল গাইডস এসোসিয়েশনের ৫দিনব্যাপি বিজ্ঞপাখি মৌলিক প্রশিক্ষণ সম্পন্নখাগড়াছড়ির দীঘিনালায় বাড়ির সদস্যদের অজ্ঞান করে দূর্ধষ চুরিগুণগত শিক্ষা জাতিগত ভেদাভেদ ভুলিয়ে দিতে পারবে: রাঙ্গামাটিতে জলখেলি অনুষ্ঠানে সুপ্রদীপনৃ-গোষ্ঠীর আগে ক্ষুদ্র শব্দটি ব্যবহার করতে চাই না: জলকেলীতে উপদেষ্টা সুপ্রদীপবান্দরবানের আলীকদমে মার্মা সম্প্রদায়ের মাহাঃ সাংগ্রাই পোয়েঃ-২০২৫ উৎসব পালনপুরোনো দিনের গ্লানি মুছে যাক সাংগ্রাইয়ের মৈত্রীময় জলেবান্দরবানের থানচিতে খ্রীস্টান সম্প্রদায়ের গুড ফ্রাইডের উপহার দিলেন সেনাবাহিনী
[/vc_column_text][/vc_column][/vc_row]

বান্দরবানে রিগ্রাইংক্ষ্যং মিনিবার ফুটবল টুর্ণামেন্ট ফাইনাল খেলায় বিজয়ী পলখা দুং একদশ

৪২

॥ বান্দরবান জেলা প্রতিনিধি ॥

বান্দরবান পৌর শহরে ঐতিহ্যবাহী সাঙ্গুর নদীর বালু চরে ফ্রেন্ডস ক্লাব অব বান্দরবান আয়োজনে রিগ্রাইংক্ষ্যং মিনিবার ফুটবল টুর্ণামেন্ট ফাইনাল ও সমাপনী খেলা অনুষ্ঠিত হয়েছে।

সোমবার (১৪ মার্চ) বিকালে বান্দরবান সাঙ্গুর নদীর বালু চরে ৫নং ওয়ার্ড উজানী পাড়া পুলুমং মারমা সভাপতিত্বে সমাপনি অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বান্দরবান জেলা পরিষদ সদস্য ও আওয়ামীলীগের যুগ্ন সম্পাদক লক্ষীপদ দাশ।

এদিকে ফাইনাল খেলা ম্যাচের শুরুতে অতিথীদের ফুলেল মাধ্যমে শুভেচ্ছা জানিয়ে বরণ করেন নেন আয়োজকরা। পরে সাঙ্গু বালু চরে নৃত্য পরিবেশনায় ও আকাশে ফানুস উড়ানো মধ্য দিয়ে ফাইনাল খেলায় মাঠের চারিদিকে কোণায় কোণায় দর্শক ছিল লক্ষণীয়। মাঠ ছিল দর্শকে পরিপূর্ণ। সেই পরিপূর্ণ দর্শককে ঘিরে সমাপনি খেলায় পলখা দুং একদশ বনাম ফ্রাংকো ক্লাব মুখোমুখী হয়।

খেলা শুরুতে মুখোমুখি হাড্ডাহাড্ডি লড়াইয়ে প্রথমার্ধে খেলা আক্রমণ চেষ্টা করলেও জালের বল কোন দলের পড়েনি। খেলায় দ্বিতীয়র্ধে শুরুতেই ১৫ মিনিট মাথায় ৬ নাম্বার জার্সি পরিহিত খেলোয়ার চার্লি প্রু মারমা প্রতি পক্ষের জালে বল ফেলে দলের উৎসাহ বাড়িয়ে দেয় পলংখা দুং স্পোর্টিং ক্লাবকে। তারপর দুই দলের খেলোয়াড়েরা প্রতি পক্ষের জালে বল দেয়ার চেষ্টা, আক্রমণ-পাল্টা আক্রমণ।

খেলা শেষ পর্যায়ের ফ্রাংকো ক্লাবকে ১-০ গোলে হারিয়ে পরাজিত করে বিজয়ী কাপ ছিনিয়ে নেয় পলখা দুং একাদশ। এতে খেলা শেষে সেরা গোলদাতা চালী প্রু মারমা জার্সি (৬), ম্যান অব দ্যা ম্যাচ ১০ নং জার্সি পরিহিত খেলোয়ার সুবাস তংচগ্যাসহ পলখা দুং একাদশ বিজয়ী দলকে ট্রফি তুলে দেয়া হয়।

সমাপনী অনুষ্ঠানে বান্দরবান যুবলীগে আহব্বায়ক কেলুমং মারমা, সদস্য মহিউদ্দীন, জেলা ছাত্রলীগে সাধারণ সম্পাদক জনি সুশীল, জেলা ক্রিড়া সংস্থা সদস্য সাচিং প্রু(আমে)সহ জেলা রেফারী অংম্যা, নুহাইথুই, ফ্রেন্ডস ক্লাব অব বান্দরবান সভাপতি লুসাইমং, সাধারণ সম্পাদক হ্লাচিং মারমাসহ গনমান্য ব্যক্তিবর্গ ও গণমাধ্যমকর্মী উপস্তিত ছিলেন।