বরকল স্বাস্থ্য কমপ্লেক্সে লাখ টাকার চিকিৎসা সরঞ্জাম হস্তান্তর
॥ বরকল উপজেলা প্রতিনিধি ॥
রাঙ্গামাটি বরকলে স্বাস্থ্যসেবার মান বৃদ্ধির লক্ষ্যে স্থানীয় সরকার বিভাগের উপজেলা পরিচালন ও উন্নয়ন (ইউজিডিপ) প্রকল্পের আওতায় বরকল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সকে চিকিৎসা সরঞ্জাম হস্তান্তর করা হয়।
সোমবার (১৪ মার্চ) সকালে উপজেলা পরিষদ চেয়ারম্যান বিধান চাকমা ও উপজেলা নির্বাহী কর্মকর্তা জুয়েল রানা এর উপস্থিতিতে এসব চিকিৎসা সরঞ্জাম গ্রহণ করেন স্বাস্থ্য বিভাগের দায়িত্বরত চিকিৎসকবৃন্দ।
চিকিৎসা সরঞ্জাম মধ্যে রয়েছে রোগীর বেড ৫টি, স্ট্রেচার ১০টি, হুইল চেয়ার ৬টি, অক্সিজেন সিলিন্ডার ১০টি, নেবুলাইজার মেশিন ১০টি, সাকশন মেশিন ৫টি, ফার্স্ট এইড বক্স ১২টি, পালস অক্সিমিটার ১০টি, অক্সিজেন কনসেনট্রেট ৩টি, এক্সরে ডস মেজারমেন্ট মিটার ০৩টি।
এসময় উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান সুচরিতা চাকমা,উপজেলা পরিচালন ও উন্নয়ন প্রকল্পের ফ্যাসিলিটেটর ঝিমি চাকমা সহ উপজেলা স্বাস্থ্য বিভাগের চিকিৎসক ও অন্যান্য সিনিয়র নার্স উপস্থিত ছিলেন। তারা বলেন, এসব মূল্যমানের চিকিৎসা সরঞ্জাম আগতরোগীদের সেবায় অগ্রণী ভূমিকা রাখবে।