[vc_row][vc_column css=”.vc_custom_1596871563159{margin-bottom: 0px !important;}”][vc_column_text css=”.vc_custom_1596874329023{padding-top: -30px !important;}”]

শিরোনাম
খাগড়াছড়ির মাটিরাঙ্গায় স’মিল মালিককে ৬০ হাজার টাকা জরিমানাখাগড়াছড়ির রামগড়ে ৪৩ বিজিবির ব্যবস্থাপনায় নিরাপত্তা ও সমন্বয় সভাবাঘাইছড়িতে কৃষকদের মাঝে কৃষি প্রশিক্ষণ ও কৃষি উপকরণ বিতরণখাগড়াছড়ির দীঘিনালায় ধান চাষে কৃষকদের প্রশিক্ষণ সনদ প্রদানরাঙ্গামাটির লংগদু উপজেলা আইন-শৃঙ্খলা কমিটির মাসিক সভারাঙ্গামাটির লংগদুতে ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে কৃষি উপকরণ বিতরণখাগড়াছড়িতে দেড় দশক পর সরাসরি ভোটে কলেজ ছাত্রদলের কাউন্সিল সম্পন্নরামগড় ৪৩ বিজিবির উদ্যোগে ধর্মীয় প্রতিষ্ঠানে নগদ অর্থ ও খাদ্যশস্য বিতরণরাঙ্গামাটির বাঘাইছড়িতে যৌথবাহিনীর অভিযানে অস্ত্রসহ এক সন্ত্রাসী আটকএকটি দল দেশে চাঁদাবাজি দখলদারি নিয়ে ব্যাস্ত আছে, খাগড়াছড়িতে চরমোনাই পীর
[/vc_column_text][/vc_column][/vc_row]

বান্দরবানে কারাগারে সাজাপ্রাপ্ত হাজতির মৃত্যু

৩০

॥ বান্দরবান জেলা প্রতিনিধি ॥

বান্দরবান কারাগারে মাদক মামলার ৬ মাসের সাজাপ্রাপ্ত আসামী দিলদার আলী প্রামাণিক (৪৮) নামে এক হাজতির মৃত্যু হয়েছে। নিহত দিলদার আলী প্রামাণিক (৪৮), নাইক্ষ্যংছড়ি উপজেলার লেমুঝিড়ি এলাকার মৃত নাছের প্রামাণিকের ছেলে। তিনি মাদক মামলার ৬ মাসের সাজাপ্রাপ্ত আসামি ছিলেন বলে জানা গেছে।

বুধবার (৯মার্চ) রাতে বান্দরবান সদর হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। (১০মার্চ) বৃহস্পতিবার সকালে বান্দরবান কারাগারের কর্মকর্তা ডেপুটি স্বপন কুমার বোস এই তথ্যাটি নিশ্চিত করেন।

জেলার ডেপুটি সুত্রে জানা যায়, সাজাপ্রাপ্ত আসামী দিলদার আলী প্রামাণিক (৪৮) অনেক আগে থেকেই হাঁপানি রোগ ছিলো । গতকাল রাতে তার অসুস্থতা বোধ দেখা দিলে জেলা কারাগার থেকে তাকে সদর হাসপাতালে চিকিৎসা জন্য প্রেরণ করা হলে জরুরি বিভাগে নিয়ে যাওয়ার সময় মাঝ পথে তার মৃত্যু হয়।

বান্দরবান সদর হাসপাতালে কর্তব্যরত চিকিৎসক জানান, হাসপাতালে আনার আগেই তিনি মারা গেছেন । বর্তমানে মৃত হাজতির লাশ মর্গে রাখা হয়েছে। ময়দাতদন্ত শেষে পরিবার কাছে হস্তান্তর করা হবে।

অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট সুরাইয়া আক্তার সুইটি জানান, দিলদার আলী প্রামাণিক মাদক মামলায় ৬ মাসের সাজাপ্রাপ্ত আসামি ছিলেন। উনি দীর্ঘদিন এজমা রোগে আক্রান্ত ছিলেন এবং এ কারণেই তার মৃত্যু হয়েছে।

উল্লেখ্য, মৃত দিলদার আলী প্রামাণিক (৪৮) ব্যাক্তিকে ১৪ ফেব্রুয়ারী মাদকের মামলায় জেলা কারাগারে আনা হয়। এছাড়াও ২০০৮ সালে তার নামে ৩৪,৩২৩ এবং ৩২৫ ধারায় মামলা হয়েছে বলে জানা যায়।