[vc_row][vc_column css=”.vc_custom_1596871563159{margin-bottom: 0px !important;}”][vc_column_text css=”.vc_custom_1596874329023{padding-top: -30px !important;}”]

শিরোনাম
খাগড়াছড়িতে অপহৃত ৫শিক্ষার্থীর মধ্যে লংঙি ম্রো বান্দরবান উপজেলা আলীকদমেরখাগড়াছড়ির রামগড়ে দুই কোচিং সেন্টারকে ৫০ হাজার টাকা জরিমানাখাগড়াছড়ির রামগড়ে দুই বসতবাড়ি আগুনে ভষ্মিভুতদীঘিনালায় গার্ল গাইডস এসোসিয়েশনের ৫দিনব্যাপি বিজ্ঞপাখি মৌলিক প্রশিক্ষণ সম্পন্নখাগড়াছড়ির দীঘিনালায় বাড়ির সদস্যদের অজ্ঞান করে দূর্ধষ চুরিগুণগত শিক্ষা জাতিগত ভেদাভেদ ভুলিয়ে দিতে পারবে: রাঙ্গামাটিতে জলখেলি অনুষ্ঠানে সুপ্রদীপনৃ-গোষ্ঠীর আগে ক্ষুদ্র শব্দটি ব্যবহার করতে চাই না: জলকেলীতে উপদেষ্টা সুপ্রদীপবান্দরবানের আলীকদমে মার্মা সম্প্রদায়ের মাহাঃ সাংগ্রাই পোয়েঃ-২০২৫ উৎসব পালনপুরোনো দিনের গ্লানি মুছে যাক সাংগ্রাইয়ের মৈত্রীময় জলেবান্দরবানের থানচিতে খ্রীস্টান সম্প্রদায়ের গুড ফ্রাইডের উপহার দিলেন সেনাবাহিনী
[/vc_column_text][/vc_column][/vc_row]

নানিয়ারচরে উন্নয়ন বোর্ড কর্তৃক সোলার হোম সিস্টেম বিতরণ

৫৮

॥ তুফান চাকমা নানিয়ারচর ॥

পার্বত্য চট্টগ্রামের প্রত্যন্ত এলাকায় সোলার প্যানেল স্থাপনের মাধ্যমে বিদ্যুৎ সরবরাহ প্রকল্ল (২য় পর্যায়) শীর্ষক প্রকল্পের আওতায় সোলার হোম সিস্টেম বিতরণ করা হয়েছে। বৃহস্পতিবার (১০ মার্চ) সকালে উপজেলার ১৮মাইল এলাকার শাসনোদ্বয় বন বিহার সংলগ্ন মাঠে ৪৩৪ পরিবারের মাঝে ১০০ মেগাওয়ার্ট বিদ্যুৎ সরবরাহের ক্ষমতাসম্পন্ন সোলার হোম সিস্টেম বিতরণ করেন, পার্বত্য চট্টগ্রাম উন্নয়ন বোর্ড চেয়ারম্যান নিখিল কুমার চাকমা।

পার্বত্য চট্টগ্রাম উন্নয়ন বোর্ড সদস্য (বাস্তবায়ন) ও প্রকল্প পরিচালক মোহাম্মদ হারুন-অর-রশিদ এর সভাপতিত্বে অনুষ্ঠানে রাঙ্গামাটি পার্বত্য জেলা পরিষদ সদস্য ইলিপন চাকমা, উপজেলা নির্বাহী অফিসার মোঃ ফজলুর রহমান, ২নং নানিয়ারচর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান বাপ্পি চাকমা বক্তব্য রাখেন।

এসময় উন্নয়ন বোর্ড নির্বাহী প্রকৌশলী তুষিত চাকমা, প্রকল্প সহকারী ও প্লানিং অফিসার মনতোষ চাকমা, স্থানীয় ইউপি সদস্য দিগন্ত চাকমাসহ হেডম্যান-কার্বারী ও গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

প্রধান অতিথির নিখিল কুমার চাকমা বলেন, পার্বত্য জেলা যেসব অঞ্চলকে আগামী ২০-২৫ বছরের মধ্যে যেসব এলাকা জাতীয় গ্রীডে যুক্ত করা সম্ভব নয়, সেসব এলাকায় বসবাসরত দরিদ্র জনসাধারণের জীবন যাত্রার মান উন্নয়নে সৌর বিদ্যুৎ সরবরাহ করছে সরকার। তারই ধারাবাহিতায় এই এলাকার ৪৩৪পরিবারের মাঝে সোলার হোম সিস্টেম বিতরণ করা হচ্ছে। প্রধানমন্ত্রীর স্বদিচ্ছাই ও পার্বত্য মন্ত্রী বীর বাহাদুর উশৈসিং মহোদয়ের ঐকান্তিক প্রচেষ্টায় পাহাড়ে বসবাসরত ক্ষুদ্র জাতি-গোষ্ঠির পরিবারসমূহ সোলার প্যানেলের মাধ্যমে সৌর বিদ্যুৎ সেবা পাচ্ছে।