[vc_row][vc_column css=”.vc_custom_1596871563159{margin-bottom: 0px !important;}”][vc_column_text css=”.vc_custom_1596874329023{padding-top: -30px !important;}”]

শিরোনাম
বান্দরবানে জন্মনিবন্ধন-নাগরিকত্ব সনদ, রোহিঙ্গা নয় প্রত্যয়নপত্র তৈরীর দোকান সিলগালাখাগড়াছড়ির রামগড় উপজেলা বিএনপির সভাপতি ইব্রাহিম সড়ক দুর্ঘটনায় নিহতবান্দরবানে খেয়াং নারীকে ধর্ষণ ও হত্যার প্রতিবাদে খাগড়াছড়িতে বিক্ষোভ-সমাবেশবান্দরবানে নারী ধর্ষণ-হত্যার ঘটনা প্রশাসন ধামাচাপা দিতে উঠে পড়ে লেগেছে বলে দাবিবান্দরবানে থানচিতে খেয়াং নারীকে ধর্ষণের পর হত্যার অভিযোগে চার সংগঠনের নিন্দানিলামে বৈধতা পাচ্ছে, আগামীতে জব্দ বালু নিলাম বন্ধ: বান্দরবান জেলা প্রশাসকখাগড়াছড়ির দীঘিনালায় অগ্নিকান্ডের ঘটনা, দুঃখের বিষয় আসামীকে বিজ্ঞ আদালত জামিন দিয়েছেনবান্দরবানের থানছিতে খিয়াং নারীকে ধর্ষণের পর হত্যার অভিযোগবান্দরদবানের আলীকদমে আন্তর্জাতিক নারী দিবস উদযাপনরাঙ্গামাটির লংগদুতে সেনা জোনের বিনামূল্যে চিকিৎসা সেবা সহ অর্থ প্রদান
[/vc_column_text][/vc_column][/vc_row]

জুরাছড়ি উপজেলায় বরকল ইএনসিসির সদস্যবৃন্দের পারস্পরিক শিখন সফর

৭৪

॥ বরকল উপজেলা প্রতিনিধি ॥

রাঙামাটির জুরাছড়ি উপজেলায় জুম ফাউন্ডেশনের লীন প্রকল্পের বিভিন্ন কার্যক্রম পরিদর্শনের লক্ষ্যে বরকল পুষ্টি সমন্বয় কমিটি (ইউএনসিসি) সদস্যদের অংশগ্রহণে পারস্পরিক শিখন সফর করেছেন

বৃহস্পতিবার (১০ মার্চ) সকালে বরকল লীন প্রকল্পের সহায়তায় এ সফরে বরকল উপজেলা লীন প্রকল্পের সমন্বয়ক সঞ্চয় চাকমার পরিচালনায় অংশগ্রহণ করেন বরকল উপজেলা পরিষদ চেয়ারম্যান বিধান চাকমা,উপজেলা নির্বাহী কর্মকর্তা জুয়েল রানা,উপজেলা পরিষদ ভাইস চেয়ারম্যান শ্যাম রতন চাকমা ও মহিলা ভাইস চেয়ারম্যান সুচরিতা চাকমা।

এসময় আরো অংশগ্রহণ করেন, জুরাছড়ি উপজেলা পরিষদ চেয়ারম্যান সুরেশ কুমার চাকমা, বরকল মডেল সরকারি উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক প্রভাত বিন্দু চাকমা,কৃষি বিভাগের উদ্ভিদ সংরক্ষণ কর্মকর্তা শিমুল চাকমা,প্রাণী সম্পদ বিভাগের উপ-সহকারী কর্মকর্তা সমীরণ কান্তি মহাজন,বরকল প্রেসক্লাব প্রতিনিধি নিরত বরন চাকমা সহ বরকল ও জুরাছড়ি উপজেলা জুম ফাউন্ডেশনের লীন প্রকল্পের কর্মীবৃন্দ ও অন্যান্যরা উপস্থিত ছিলেন।

বরকল উপজেলা লীন প্রকল্পের সমন্বয়ক সঞ্চয় চাকমা জানান, জুরাছড়ি উপজেলায় লীন প্রকল্পের বিভিন্ন দৃশ্যমান কার্যক্রমের মধ্যে মিতিংগাছড়ি নারী উদ্যোক্তা কেন্দ্র(ডব্লিউবিসি),এলএসপি বগাছড়ি ডেমোপ্লট(ডামিং কম্পোস্ট),এলএসপি কুসুমছড়ি ডেমো প্লট( নেটিভ সিকেন) পরিদর্শনে বরকল ইউএনসিসি সদস্যদের সাথে নিয়ে পারস্পরিক শিখন সফর করা হয়। যাতে করে বরকল উপজেলাতে লীন প্রকল্পের কাজে উদ্বুদ্ধ করতে সহজ হয়।