কাপ্তাইয়ে জাতীয় দুর্যোগ প্রস্ততি দিবস পালিত
॥ কাপ্তাই উপজেলা প্রতিনিধি ॥
রাঙ্গামাটির কাপ্তাইয়ে জাতীয় দুর্যোগ প্রস্ততি দিবস উপলক্ষে র্যালী ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার সকাল ১০টায় উপজেলা প্রকল্প বাস্তায়ন কর্মকর্তার আয়োজনে জাতীয় দুর্যোগ প্রস্তুতি দিবস পালন করা হয়।
এবারে প্রতিপাদ্য বিষয় ছিলো ‘মুজিববর্ষের সফলতা দুর্যোগ প্রস্ততি সফলতা’। র্যালীটি উপজেলার গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ শেষে কিন্নরীতে এক আলোচনা সভা অনুষ্টিত হয়। এতে সভাপতিত্ব করেন কাপ্তাই উপজেলা নির্বাহী অফিসার মুনতাসির জাহান। স্বাগত বক্তব্য রাখেন উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মো.রুহুল আমিন। প্রধান অতিথি ছিলেন কাপ্তাই উপজেলা পরিষদ চেয়ারম্যান মো.মফিজুল হক। বক্তব্য রাখেন উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা আরিফুর রহমান,সহকারী তথ্য কর্মকর্তা মো.হারুন,ফায়ার সার্ভিস সিনিয়র স্টেশন অফিসার শাহীন আলম ও ইউপি চেয়ারম্যান প্রকৌশলী আব্দুল লতিফসহ প্রমুখ।