মানিকছড়িতে চাকায় পিষ্ট হয়ে শিশুর মর্মান্তিক মৃত্যু
॥ মানিকছড়ি উপজেলা প্রতিনিধি ॥
খাগড়াছড়ির মানিকছড়িতে গাড়ীর চাকায় পিষ্ট হয়ে মোঃ রাব্বি হোসেন (৬) নামের এক শিশুর মৃত্যু হয়েছে।
বুধবার (৯ মার্চ) বিকালে উপজেলার খাড়িছড়া মাস্টারপাড়া এলাকার মোঃ ইদ্রিস মিয়ার কনিষ্ঠ পুত্র মোঃ রাব্বি হোসেন প্রতিবেশী দিদার মিয়ার বাড়িতে থেমে থাকা জীপ গাড়ীতে উঠে অন্যান্য শিশুদের সাথে খেলা করছিল। দিদার মিয়া গাড়িটি চালিয়ে নেওয়ার সময় শিশু রাব্বি লাফিয়ে পড়ে চাকায় পিষ্ট হয়ে ঘটনাস্থলে তার মর্মান্তিক মৃত্যু হয়। এ খবর ছড়িয়ে পড়লে নিহতের পরিবার ও গ্রামে শোকের ছায়া নেমে আসে।
ঘটনার সত্যতা নিশ্চিত করে মানিকছড়ি ওসি মোহাম্মদ শাহনূর আলম জানান, গাড়ীর চাকায় শিশু পিষ্ট হওয়ার খবরে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। নিহতের পরিবারের সিদ্ধান্ত অনুযায়ী পরবর্তী ব্যবস্থা গ্রহণ করা হবে।