কাপ্তাইয়ে ১২লিটার চোলাই মদ ও ২০পুরিয়া গাঁজাসহ আটক ১
॥ কবির হোসেন, কাপ্তাই ॥
রাঙ্গামাটির কাপ্তাই থানা পুলিশ অভিযান চালিয়ে এনামুল হক ফয়জুল ইসলামকে (৪০) নামে এক ব্যাক্তিকে চোলাই মদ ও গাঁজাসহ আটক করা হয়েছে। মঙ্গলবার (৮মার্চ) রাতে কাপ্তাই থানা পুলিশ বারঘোনিয়া কয়লার ডিপো তালুকদার পাড়া ব্রীজ সংলগ্ন এলাকায় অভিযান চালিয়ে তাকে আটক করা হয়।
কাপ্তাই থানা ওসি জসিম উদ্দিন জানান, গোপন সংবাদের ভিত্তিতে এসআই ফারুক আহমেদ পাটওয়ারীর এএসআই মো. ইখতিয়ার হোসেন ও সঙ্গীয় ফোর্স নিয়ে উক্ত এলাকা থেকে তাকে আটক করে। এসময় কেপিএমের পরিত্যক্ত ঘরের সামনে থেকে ১২ লিটার চোলাই মদ ও ২০ পুরিয়া গাঁজা জব্দ করা হয়।
বুধবার (৯মার্চ) সকালে আটক ব্যক্তির বিরুদ্ধে মাদক আইনে মামলা করে রাঙ্গামাটি জেলা আদালতে চালান করা হয়।