[vc_row][vc_column css=”.vc_custom_1596871563159{margin-bottom: 0px !important;}”][vc_column_text css=”.vc_custom_1596874329023{padding-top: -30px !important;}”]

শিরোনাম
কাপ্তাই হ্রদের পানিতে তিন তরুণের স্বপ্নের ১৫ লক্ষ টাকার মাশরুমরাঙ্গামাটি পৌরসভাকে নাগরিক বান্ধব ও জবাবদিহিমূলক হতে হবেটাইফয়েড টিকা ক্যাম্পেইন উপলক্ষে বাঘাইছড়িতে সমন্বয় সভা অনুষ্ঠিতবাঘাইহাট জোনের উদ্যোগে হতদরিদ্র অর্ধশতাধিক পরিবারের মাঝে ত্রান বিতরণলংগদুতে উপজেলা আইন-শৃঙ্খলা কমিটির সভাথানচিতে জেন্ডার সমতায় সাফল্যের কাজ করে যাচ্ছে বিএনকেএসরাঙ্গামাটির রাজস্থলীতে ইউনিয়ন ছাত্রদল নেতা বহিষ্কারবান্দরবানের রোয়াংছড়িতে জলবায়ু সহনশীলতা ও নারীর ক্ষমতায়ন কর্মসূচীর সভাবান্দরবানের লামায় অবৈধ ইটভাটা গুড়িয়ে দিয়েছে প্রশাসননির্যাতিত নারী ও শিশুর পাশে আছে পুলিশ: বান্দরবান পুলিশ সুপার
[/vc_column_text][/vc_column][/vc_row]

মানিকছড়িতে আর্ন্তজাতিক নারী দিবস পালিত

৩৩

॥ মোঃ ইসমাইল হোসেন, মানিকছড়ি ॥

‘টেকসই আগামীর জন্য, জেন্ডার সমতাই আজ অগ্রগণ্য’-এই প্রতিপাদ্যকে সামনে রেখে খাগড়াছড়ির মানিকছড়িতে আর্ন্তজাতিক নারী দিবসে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার (৮মার্চ) মঙ্গলবার সকাল ১০টায় উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে উপজেলা মহিলা বিষয়ক কার্যালয় ও ডব্লিউজিইটিইএস প্রল্পের যৌথ উদ্যোগে ভারপ্রাপ্ত উপজেলা নির্বাহী অফিসার রুম্পা ঘোষ’র সভাপতিত্বে অনুষ্টিত সভায় প্রধান অতিথি ছিলেন উপজেলা চেয়ারম্যান মোঃ জয়নাল আবেদীন। এ সময় মানিকছড়ি ইউপি চেয়ারম্যান মোঃ শফিকুর রহমান ফারুক, উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা মোঃ কামরুল আলম, থানা পরিদর্শক (তদন্ত) মোঃ ইলিয়াস, তিনটহরী উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ আতিউল ইসলাম, জয়িতা আমেনা আক্তার ও উপজেলা এ্যাডুকেশন ফ্যাসিলিটেটর চাইহ্লাপ্রু মারমাসহ আরো অনেকেই উপস্থিত ছিলেন।

সভায় প্রধান অতিথির বক্তব্যে উপজেলা চেয়ারম্যান মোঃ জয়নাল আবেদীন বলেন, জয়িতা আমেনা একজন সফল নারী। তিনি বিভীষিকাময় জীবন থেকে শিক্ষা পেয়ে সংগ্রামী বাস্তব জীবনকে অতিক্রম করেছেন এবং সফলও হয়েছেন। তার স্বামীর সংসারের নানা নির্যাতন-নিপিড়ন শইতে না পেরে এক পর্যায়ে স্বামীর সংসারও ত্যাগ করে বর্তমানে তিনি একজন সফল উদ্যোক্ত হিসেবে নিজেকে পরিচয় দিতে পারছেন। তিনি আরো বলেন, সমাজ ও পরিবার আজও কন্যা শিশু বা কিশোরীকে অবহেলার দৃষ্টিতে দেখছেন কিন্তু না, সেটি দেখার সুযোগ নেই। কেননা সমাজের সর্বস্থরে বর্তমানে নারীরা এগিয়ে যাচ্ছে। নেতৃত্ব দিচ্ছেন। তাই এমন দৃষ্টিভঙ্গী থেকে আমাদের বেড়িয়ে আসতে হবে। তবেই জয়িতা আমেনা আক্তারের মতো উদ্যোক্তা হওয়া সম্ভব হবে।

আলোচনা সভা শেষে জয়িতা আমেনা আক্তার’র গল্প শুনে ও তার উদ্যোক্তা হওয়ার স্বপ্নকে বাস্তাবায়ন করতে মানিকছড়ি উপজেলা চেয়ারম্যান মোঃ জয়নাল আবেদীন তার ব্যক্তিগত পক্ষ থেকে নগদ ৫০ হাজার টাকা তুলেদেন তার হতে।