মানিকছড়িতে আউট অব স্কুল চিলড্রেন এডুকেশন প্রোগ্রাম বিষয়ক অবহিতকরণ সভা অনুষ্ঠিত
॥ মোঃ ইসমাইল হোসেন, মানিকছড়ি ॥
খাগড়াছড়ির মানিকছড়িতে প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের উপানুষ্ঠানিক শিক্ষা ব্যুরোর অধীনে চর্তুথ প্রাথমিক শিক্ষা উন্নয়ন কর্মসূচী’র (পিইডিপি-৪) সাব-কম্পোনেন্ট ২.৫ (আউট অব স্কুল চিলড্রেন) কার্যক্রম বিষয়ক এক অবহিতকরণ সভা অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার (৮ মার্চ) সকাল সাড়ে ১১ টায় উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে অবহিতকরণ সভায় সভাপতিত্ব করেন ভারপ্রাপ্ত উপজেলা নির্বাহী অফিসার রুম্পা ঘোষ। এতে প্রধান অতিথি ছিলেন, উপজেলা চেয়ারম্যান মোঃ জয়নাল আবেদীন। এ সময় উপানুষ্ঠানিক শিক্ষা ব্যুরো খাগড়াছড়ি জেলার শাখার সহকারী পরিচালক মোঃ আবু নাজের, উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার মোঃ জবরুত খান, উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা মোঃ কামরুল আলম ও প্রোগ্রেসিভ খাগড়াছড়ি জেলা শাখার প্রোগ্রাম ম্যানেজার পরিতোষ চাকমা, মনিটরিং কর্মকর্তা বিপশ্রী চাকমা, উপজেলা প্রোগ্রাম ম্যানেজার (প্রোগ্রেসিভ) মধু রঞ্জন তঞ্চঙ্গা, উপজেলা প্রাথমিক শিক্ষক সমিতির সভাপতি ক্যজ মারমা, প্রধান শিক্ষক সাইমন ত্রিপুরা, উপজেলা এ্যাডুকেশন ফ্যাসিলিটেটর চাইহ্লাপ্রু মারমাসহ বিভিন্ন স্তরের গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
সভায় খাগড়াছড়ি জেলার শাখার সহকারী পরিচালক মোঃ আবু নাজের ঝড়ে পড়া শিশুদের শিক্ষার আওতায় আনতে তাদের নানা পরিকল্পনার কথা তুলে ধরেন এবং এ কাজকে সফল করতে উপস্থিত সকলে কাছে সহযোগিতা কামনা করেন।