[vc_row][vc_column css=”.vc_custom_1596871563159{margin-bottom: 0px !important;}”][vc_column_text css=”.vc_custom_1596874329023{padding-top: -30px !important;}”]

শিরোনাম
রাঙ্গামাটির লংগদু উপজেলা প্রশাসনের আয়োজনে ভুমি মেলাবান্দরবানের রুমা উপজেলায় শুরু তিন দিনব্যাপী ভুমি মেলাআলীকদমে বুদ্ধ জাদী রক্ষায় জেলা প্রশাসককে স্মারকলিপি সহ আইনি পদক্ষেপের দাবিকাপ্তাই উপজেলায় ভূমি মেলা উদ্বোধনকথা হইলো তাঁগোরে যেখানে ইন করা হইয়াছে হেইখানের দালালের খপ্পরে পড়িয়া আউট হইতেছে, চিন্তায় আছি….পাহাড়ি প্রত্যন্ত অঞ্চলে বিশুদ্ধ পানির জন্য স্থায়ী প্রকল্প চাইমূর্তি ভাংচুরের ঘটনা সাজানো দাবী করে লামায় ম্রো ও মার্মা সম্প্রদায়ের মানববন্ধনখাগাড়ছড়ির দীঘিনালায় ইউপি সদস্যসহ গ্রেফতার ২খাগড়াছড়িতে ১৪ হাজার প্যাকেট ভারতীয় সিগারেট সহ দুই সহোদর আটকখাগড়াছড়িতে বিএডিসি সার ডিলার নিবন্ধন পেতে সংবাদ সম্মেলন
[/vc_column_text][/vc_column][/vc_row]

খাগড়াছড়িতে আন্তর্জাতিক নারী দিবস পালন

নারীর ক্ষমতায়ন, সুশাসন প্রতিষ্ঠা ও দুর্নীতি প্রতিরোধে সহায়ক

৬১

॥ দহেন বিকাশ ত্রিপুরা, খাগড়াছড়ি ॥

নারীর সামাজিক, অর্থনৈতিক ও রাজনৈতিক ক্ষমতায়নকে উপজীব্য করে প্রতিবছর বিশ্বব্যাপী ৮ মার্চ আন্তর্জাতিক নারী দিবস হিসেবে পালিত হয়ে আসছে।

নারী অধিকার আন্দোলন ও দুর্নীতিবিরোধী আন্দোলন এক সূত্রে গাঁথা’ এই চেতনায় ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশ (টিআইবি) এর অনুপ্রেরণায় গঠিত সচেতন নাগরিক কমিটি (সনাক) কর্তৃক “টেকসই উন্নয়ন ও সুশাসন নিশ্চিতে জেন্ডার সমতা” এই প্রতিপাদ্যকে সামনে রেখে সচেতন নাগরিক কমিটি (সনাক) সভাপতি প্রফেসর বোধি সত্ত্ব দেওয়ান এর সভাপতিত্বে মঙ্গলবার (৮ মার্চ) খাগড়াছড়ি সরকারি মহিলা কলেজে আলোচনা সভা, পুরস্কার বিতরণ ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে খাগড়াছড়ি সরকারি মহিলা কলেজ এর অধ্যক্ষ প্রফেসর মোঃ শাহ আলমগীর বলেন, বর্তমানে বাংলাদেশে নারীরা পূর্বের যেকোনো সময়ের চেয়ে দ্রুত এগিয়ে চলেছে। শিক্ষা, সংস্কৃতি চর্চা, খেলা-ধুলা, রাজনীতি ও অর্থনীতি প্রত্যেকটি ক্ষেত্রে সাফল্যের ধারাবাহিকতা বজায় রেখে চলেছে। প্রকৃতপক্ষে নারীর ক্ষমতায়ন সুশাসন প্রতিষ্ঠা ও দুর্নীতি প্রতিরোধে কার্যকর ভূমিকা রাখবে।

বিশেষ অতিথির বক্তব্যে শ্রীলা তালুকদার বলেন, আমরা দেখতে পাই দুর্নীতিবাজরা দুর্নীতির মাধ্যমে অর্জিত সম্পদ, টাকা স্ত্রীর নামে জমা রাখে। কোনো নারী প্রতিবাদ না করে যদি এটি আড়াল করে বা উপভোগ করে সেটাও কিন্ত দুর্নীতির মধ্যে পড়ে। নারী ও পুরুষের সমতা একটি দেশকে এগিয়ে নেয়ার জন্য খবুই গুরুত্বপূর্ণ

সভাপতির বক্তব্যে প্রফেসর বোধি সত্ত্ব দেওয়ান বলেন, নারী ও পুরুষের সমতা দেশকে এগিয়ে নেয়ার ক্ষেত্রে একটি প্রতিষ্ঠিত সুত্র এটি প্রমাণিত। যেসব দেশ আজ উন্নতির শিখরে অবস্থান করছে সেসব দেশের রাজনৈতিক নেতৃত্ব নারী ও পুরুষের চলার পথকে সমভাবে মসৃণ করে দিয়েছে।

আলোচনা সভাশেষে রচনা প্রতিযোগিতায় বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়। সনাক ও স্থানীয় শিল্পীদের নিয়ে দিবসটিকে ঘিরে এক মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।