দেশের টেকসই উন্নয়নে নারীদের এগিয়ে আসতে হবেঃ কুজেন্দ্র লাল ত্রিপুরা
॥ দহেন বিকাশ ত্রিপুরা, খাগড়াছড়ি ॥
খাগড়াছড়িতে জেলা প্রশাসন ও মহিলা বিষয়ক অধিদপ্তরের আয়োজনে আন্তর্জাতিক নারী দিবস উপলক্ষে আলোচনা সভা, সাংস্কৃতিক অনুষ্ঠান ও সনদ বিতরণ করা হয়। কর্মসূচিতে ‘ইপসা’র সুখী জীবন প্রকল্প, জাবারাং, কেএমকেএস, তৃনমূল উন্নয়ন সংস্থাসহ বিভিন্ন এনজিও সংস্থা এতে অংশ নিয়ে সহযোগিতা করেন।
মঙ্গলবার (৮ই মার্চ) সকালে খাগড়াছড়ি ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর সাংস্কৃতিক ইনস্টিটিউট মিলনায়তনে “টেকসই আগামীর জন্য, সমতাই আজ অগ্রগণ্য” প্রতিপাদ্যে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ভারত প্রত্যাগত শরনার্থী বিষয়ক টাস্কফোর্স এর চেয়ারম্যান (প্রতিমন্ত্রী পদমর্যাদা) কুজেন্দ্র লাল ত্রিপুরা, এমপি।
প্রধান অতিথির বক্তব্যে কুজেন্দ্র লাল ত্রিপুরা বলেন, মাননীয় প্রধানমন্ত্রী নারীদের জন্য অনেক আইন প্রণয়ন করেছেন, তা বাস্তবায়ন করেও যাচ্ছে। তারই ফলে আজ সংসদে অনেক নারী জন-প্রতিনিধি রয়েছে। তিনি আরো বলেন, নারীদের মনে রাখতে হবে- আমরা নারী, আমরাই পারি। নারীরা এগিয়ে গেলে জেন্ডার সমতা প্রতিষ্ঠা হবে। টেকসই উন্নয়ন বাংলাদেশ তৈরিতে নারীদের এগিয়ে আসতে হবে বলেও মন্তব্য করেন তিনি।
জেলা প্রশাসক প্রতাপ চন্দ্র বিশ্বাস এর সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য দেন, পার্বত্য চট্টগ্রাম থেকে সংরক্ষিত মহিলা সংসদ সদস্য বাসন্তী চাকমা, জেলা পুলিশ সুপার মোহাম্মদ আবদুল আজিজ, জাতীয় মহিলা সংস্থার চেয়ারম্যান নিগার সুলতানা প্রমুখ। এছাড়াও জয়িতা পদক প্রাপ্ত ইন্দিরা দেবী চাকমা, নমিতা চাকমা এসময় বক্তব্য দেন।
আলোচনা সভায় সঞ্চালনা করেন সহকারী শিক্ষক প্রতিভা ত্রিপুরা। স্বাগত বক্তব্য রাখেন খাগড়াছড়ি মহিলা বিষয়ক অধিদপ্তরের উপ-পরিচালক মোঃ মহিউদ্দিন আহমেদ।
আলোচনা সভা শেষে জাতীয় মহিলা সংস্থা কর্তৃক আয়োজিত বিভিন্ন ট্রেডের উপর প্রশিক্ষণ শেষে প্রশিক্ষনার্থীদের সনদপত্র প্রদান করে। এরপরে একটি মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।