[vc_row][vc_column css=”.vc_custom_1596871563159{margin-bottom: 0px !important;}”][vc_column_text css=”.vc_custom_1596874329023{padding-top: -30px !important;}”]

শিরোনাম
বান্দরবানের রোয়াংছড়িতে জলবায়ু সহনশীলতা ও নারীর ক্ষমতায়ন কর্মসূচীর সভাবান্দরবানের লামায় অবৈধ ইটভাটা গুড়িয়ে দিয়েছে প্রশাসননির্যাতিত নারী ও শিশুর পাশে আছে পুলিশ: বান্দরবান পুলিশ সুপারখাগড়াছড়ির রামগড় থানার উদ্যোগে ওপেন হাউজ ডে অনুষ্ঠিতখাগড়াছড়ির চেঙ্গী নদীতে সেতুর অভাবে চরম দুর্ভোগে ১২ গ্রামের মানুষভালনারেবল উইমেন বেনিফিট এর অপেক্ষমান থেকে উপকারভোগী নির্বাচন করা হবেরাঙ্গামাটির আইনকন ঝুলন্ত সেতু ১৫ দিন ধরে ডুবে থাকায় হতাশ পর্যটকরারাঙ্গামাটিতে যুব কাফেলার উদ্যোগে রিজার্ভ বাজারে সড়ক সংস্কারখাগড়াছড়ির লক্ষ্মীছড়িতে জাতীয় ও আন্তর্জাতিক যুব দিবস পালিতরামগড়ে কেমিষ্ট এন্ড ড্রাগিষ্ট কল্যাণ সমিতি’র সভাপতি জসিম, সম্পাদক দেলোয়ার
[/vc_column_text][/vc_column][/vc_row]

দীঘিনালায় আন্তর্জাতিক নারী দিবস পালন

৪২

॥ মোঃ সোহেল রানা দীঘিনালা ॥

টেকসই আগামীর জন্য জেন্ডার সমতাই আজ অগ্রগন্য প্রতিপাদ্য বিষয়কে ধারন করে খাগড়াছড়ি দীঘিনালায় আন্তর্জাতিক নারী দিবস উদযাপন করা হয়েছে।

মঙ্গলবার (৮মার্চ) সকালে দীঘিনালা উপজেলা প্রশাসনের ও উপজেলা মহিলা বিষয়ক অধিদপ্তরের আয়োজনে ইউএনডিপি‘র খাগড়াছড়ি জেলা পরিষদ এর বাস্তবায়নে শিশুর দক্ষতা উন্নয়ন ও নরাী ও কন্যা শিশুর ক্ষমতা প্রনয়ন ও এনজিও তৃনমুল এর সার্বিক সহযোগীতায় ও অংশ গ্রহনে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

উপজেলা মহিলা বিষয়ক অধিদপ্তরের কর্মকর্তা স্মুমিতা খীসা সঞ্চালনায় উপজেলা নির্বাহী অফিসার ফাহমিদা মুস্তফা স্বর্নার সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা পরিষদ ভাইস চেয়ারম্যান মোঃ মোস্তফা কামাল মিন্টু। বিশেষে অতিথি হিসেবে বক্তব্য রাখেন নারী ভাইস চেয়ারম্যান সীমা দেওয়ান, দীঘিনালা থানা অফিসার ইনচার্জ মোঃ পেয়ার আহম্মেদ, উপজেলা মৎস্য কর্মকর্তা অর্বনা চাকমা, তৃনমূল এনজিও দীঘিনালা সমন্বয়ক শ্যামল মিত্র চাকমা, ইউএনডিপি‘র খাগড়াছড়ি জেলা পরিষদ এর বাস্তবায়নে শিশুর দক্ষতা উন্নয়ন ও নরাী ও কন্যা শিশুর ক্ষমতা প্রনয়ন প্রকল্পের ফ্যাসিলেটর মনিষা দাশ প্রমূখ।

আলোচনা সভায় বক্তরা বলেন, নারী পুরুষ উভয় মিলে দেশের উন্নয়নে কাজ করতে হবে। নারীদের তার প্রাপ্য সম্মান দিতে হবে, পরিবার থেকে শুরু করে সমাজে সকল স্থরে নারীদেরকে সমান অধিকার দিতে বিভাজন করা যাবেনা। নারীরা তার বৃদ্ধ বাবা-মাকে ছেড়ে যেতে পারেনা। শিক্ষা ক্ষেত্রেও কন্যাশিশুদেরকে অগ্রধিকার দিতে হবে। পরিবারে কন্যা শিশুকে ছেলে শিশু মত সমান অধিকার দিতে হবে। পরিবার থেকে শুরু করে বর্তমান বিশ্বে নারীদের ভূমিকা অত্যন্ত প্রশংসনিও। দেশ চালতেছে নারীরা। আমরা নারীরা আর নারী অধিকার দিবস পালন করতে চাই না, নারী-পুরুষ সকলে মিলে মানব দিবস পালন করব।