কাপ্তাইয়ে নারী ক্ষমতায়নে হস্তশিল্প তৈরী বিষয়ক প্রশিক্ষণ উদ্বোধন
॥ মোঃ কবির হোসেন, কাপ্তাই ॥
নারীর ক্ষমতায়নে দরিদ্র সমবায়ীদের হস্তশিল্প তৈরী ও বাজারজাতকরণ বিষয়ক সপ্তাহব্যাপী প্রশিক্ষণ উদ্বোধন করা হয়েছে।
মঙ্গলবার (৮মার্চ) সকালে কাপ্তাই উপজেলা পরিষদের আয়োজনে উপজেলার পল্লী উন্নয়ন ভবন হল রুমে ওই প্রশিক্ষণ শুরু হয়। উপজেলা পরিচালন ও উন্নয়ন প্রকল্প, স্থানীয় সরকার বিভাগ ও জাপান ইন্টারন্যাশনাল কো- অপারেশন এজেন্সী ( জাইকা) সহযোগিতায় এ প্রশিক্ষণের আয়োজন করা হয়। কাপ্তাই বিআরডিবি কর্মকর্তা আবদুল্লাহ আল বাকেরের সঞ্চলনায় এতে সভাপতি ছিলেন কাপ্তাই উপজেলা নির্বাহী অফিসার মুনতাসির জাহান।
উপজেলা পরিষদ চেয়ারম্যান মফিজুল হক প্রধান অতিথি থেকে সপ্তাহব্যাপী প্রশিক্ষণের উদ্বোধন করেন।
বক্তব্য রাখেন, উপজেলা ডেভেলপমেন্ট ফ্যাসিলিটর ঝিমি চাকমা, কাপ্তাই প্রেস সাধারণ সম্পাদক ঝুলন দত্ত।
২৫ জন মহিলা সমবায়ীর অংশগ্রহণে সপ্তাহব্যাপী প্রশিক্ষণটি চলবে।