মাটিরাঙ্গা ঐতিহাসিক ৭ই মার্চ উদযাপন করেছে আওয়ামীলীগ
॥ মোঃ আবুল হাসেম,মাটিরাঙ্গা ॥
যথাযথ মর্যাদার মধ্য দিয়ে খাগড়াছড়ির মাটিরাঙ্গায় ঐতিহাসিক ৭ ই মার্চ উদযাপন করেছে মাটিরাঙ্গা উপজেলা আওয়ামীলীগ। সোমবার (৭ মার্চ) সকালে উপজেলা আওয়ামীলীগের দলীয় কার্যালয়ে জাতীয় ও দলীয় পতাকা উত্তোলন জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পনের মথ্য দিয়ে দিবসটির শুভ সূচনা করা হয়।
মাটিরাঙ্গা উপজেলা আওয়ামীলীগের সহ-সভাপতি ও পার্বত্য জেলা পরিষদের সদস্য হিরনজয় ত্রিপুরার সভাপতিত্বে আলোচনাসভায় উপজেলা আওয়ামী লীগ সাধারণ সম্পাদক সুবাস চাকমা,সাংগঠনিক সম্পাদক জসিম উদ্দিন ভূইয়া,সেচ্ছাসেবক লীগ সভাপতি বাবুল আহমেদ, উপজেলা ছাত্রলীগ সভাপতি মোঃ তসলিম উদ্দিন রুবেল, পৌর যুবলীগ সভাপতি মোশারফ হোসেন,পৌর স্বেচ্ছাসেবক লীগের সভাপতি শাহাদাত হোসেন, পৌর ছাত্রলীগের সভাপতি আব্দুর রাজ্জাক রাজ প্রমুখ বক্তব্য দেন। এ এসময় অত্র উপজেলার আওয়ামীলীগ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দরা উপস্থিত ছিলেন।
মাটিরাঙ্গা উপজেলা আওয়ামীলীগের সহ-সভাপতি ও পার্বত্য জেলা পরিষদের সদস্য হিরনজয় ত্রিপুরা বলেন,বঙ্গবন্ধুর সেই ভাষণ ছিল বাংলা ও বাঙালিদের প্রতি বঙ্গবন্ধুর হৃদয় নিংড়ানো ভালোবাসা আর অকৃত্রিম দেশপ্রেমের স্বতঃস্ফূর্ত বহিঃপ্রকাশ। ৭ মার্চের ভাষণ থেকে অনুপ্রাণিত হয়ে মুক্তিপাগল জনতা দেশ স্বাধীনের প্রস্তুতি নিয়েছিল এবং দীর্ঘ নয় মাসের রক্তক্ষয়ী সশস্ত্র যুদ্ধের মাধ্যমে পাকিস্তানি হানাদার বাহিনীকে পরাজিত করে ১৬ ডিসেম্বর ১৯৭১ চূড়ান্ত বিজয় অর্জন করেছিল।