বান্দরবানে যথাযোগ্য মর্যাদায় ঐতিহাসিক ৭ই মার্চ দিবস পালন
॥ আকাশ মারমা মংসিং, বান্দরবান ॥
সারাদেশে ন্যায় পার্বত্য জেলা বান্দরবানে যথাযোগ্য মর্যাদায় জাতীয় চেতনার অবিস্মরণীয় স্পন্দন ঐতিহাসিক ৭ই মার্চ বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে শ্রদ্ধা নিবেদন ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। সোমবার (৭মার্চ) সকালে দিবসটি উপলক্ষে বান্দরবান বঙ্গবন্ধু মঞ্চে জাতির পিতা শেখ মুজিবুর রহমানে প্রতিকৃতিতে শ্রদ্ধা নিবেদন করেন জেলা পুলিশ, প্রশাসন ও রাজনৈতিক অঙ্গসংগঠনসহ সরকারী বেসরকারী প্রতিষ্ঠান।
পরে জেলা প্রশাসক কনফারেন্স হল রুমে আলোচনা সভা, আয়োজিত ভাষণ, আবৃত্তি, চিত্রাঙ্কন, দেশাত্মবোধক সঙ্গীত, নৃত্য ও রচনা প্রতিযোগিতার আয়োজন করা হয়। এসময় স্থানীয় সরকার উপ-পরিচালক মো. লুৎফর রহমান সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বান্দরবান জেলা প্রশাসক ইয়াছমিন পারভীন তিবরীজি। উপস্থিত ছিলেন, জেলা পুলিশ সুপার জেরিন আখতার বিপিএম, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) শেখ ছাদেকসহ সরকারী বেসরকারী কর্মকর্তাগন ও শিক্ষার্থীর ব্যক্তিবর্গ।
এসময় বক্তারা বলেন, আজ ঐতিহাসিক ৭ ই মার্চ, স্বাধীকার থেকে স্বাধীনতা আন্দোলনের অগ্রনায়ক জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের রেসকোর্স ময়দানে প্রদত্ত ঐতিহাসিক ভাষণের মধ্য দিয়ে বাঙালি জাতির উদ্দেশ্যে যে ভবিষ্যদ্বাণী করেছিলেন তা ৯ মাসের একটি রক্তক্ষয়ী যুদ্ধের মাধ্যমে এদেশের ৩০ লক্ষ মা-বোনের সম্ভ্রমের বিনিময়ে, মুক্তিকামী মানুষের আত্মোৎসর্গের বিনিময়ে অর্জিত হয় বাঙালি জাতির কাঙ্খিত সেই স্বাধীনতা। সৃষ্টি হয় বাংলাদেশ নামক একটি নতুন ভূখণ্ডের, জয় বাংলা।
আলোচনা শেষে দিবস উপলক্ষে আয়োজিত ভাষণ, আবৃত্তি, চিত্রাঙ্কন, দেশাত্মবোধক সঙ্গীত, নৃত্য ও রচনা প্রতিযোগিতার ৩৬ জন বিজয়ীদের শিক্ষার্থীর মাঝে পুরস্কার ও প্রসংসা পত্র প্রদান করা হয়।