ঘাগড়া বন স্টেশন ও সেনাবাহিনীর অভিযানে কাঠ উদ্বার
॥ মোঃ কবির হোসেন, কাপ্তাই ॥
রাঙ্গামাটির ঘাগড়া বন চেক স্টেশন ও সেনাবাহিনী যৌথ অভিযান চালিয়ে প্রায় ৩ লক্ষাধিক টাকার কাঠ উদ্ধার করা হয়েছে। সোমবার (৭মার্চ) বেলা ১২টায় দক্ষিণ রাঙ্গামাটি বন বিভাগ ঘাগড়া চেক স্টেশন ও সেনাবাহিনী মগাছড়া এলাকা হতে অভিযান চালিয়ে ১৬৭ টুকরা গোল সেগুন ও গামার কাঠ উদ্বার করা হয়।
ঘাগড়া বন স্টেশন কর্মকর্তা খন্দকার মাহামুদুল হক জানান, দক্ষিণ বন বিভাগীয় কর্মকর্তা ছালেহ মোঃ শোয়াইব খানের দিকনির্দেশনা এ অভিযান করা হয়। আটক কাঠ ঘাগড়া বন চেক স্টেশনে রাখা হয়েছে। যার বাজার মুল্য প্রায় ৩ লক্ষাধিক টাকা।