বান্দরবানের রুমায় দু’পক্ষের গোলাগুলিতে ৪ জনের মৃত্যু
॥ বান্দরবান জেলা প্রতিনিধি ॥
বান্দরবানের রোয়াংছড়ি ও রুমা উপজেলার সীমান্তবর্তী পাইন্দু ইউনিয়নের কানাপাড়ায় দু’পক্ষের গোলাগুলিতে চারজনের মৃত্যু হয়েছে । মরদেহগুলো উদ্ধার করা হলেও এখনো তাদের নাম-পরিচয় জানতে পারিনি পুলিশ।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, শনিবার (৫ মার্চ) জেএসএস সদস্য উনুমং মারমাকে নয়াপাড়া গ্রামে গুলি করলে এতে ক্ষোভে জমে উঠে জেএসএস সংগঠনে কর্মীরা। গুলি করে খুন করা পর উনুমং মারমা লাশ নিয়ে নৌকা যোগে নিজ স্থানে উদ্দ্যশে রওনা দিলে পাহাড় থেকে জেএসএস কর্মীরা পাল্টা গুলি ছুড়ে। সেই ঘটনাকে কেন্দ্র করে সন্ধ্যায় দিকে সারারাত দু’পক্ষে গুলিবর্ষন হয়। গুলিবর্ষণে অন্য গ্রুপে ৪ জন সন্ত্রাসীর গুলিবিদ্ধ হয়ে নিহত হয়। তবে জেএসএস সাথে কোন দলের গুলিবর্ষণ হয়েছে সেটি জানা যায়নি। তবে তাদের লাশ সাঙ্গুর নদীর খালের পাশে রেখে গেলে আজ সকালে সাঙ্গুর খালের পাশে চার জনের লাশ উদ্ধার করে রোয়াংছড়ি থানা পুলিশ।
এদিকে অপরপক্ষ শনিবার দুপুরে সন্ত্রাসীরা চা খাওয়ার অবস্থায় নোয়াপাড়া গ্রামে পাড়ায় ঢুকে জেএসএস সদস্য উনুমং মারমাকে গুলি করে হত্যা করলে লাশটি বস্তায় যোগে নিয়ে যায়। তবে এই পর্যন্ত জেএসএস সদস্য উনুমং মারমা লাশটি খোঁজ মেলেনি বলে জানান আইনশৃঙখলা বাহিনীরা।
বান্দরবান অতিরিক্ত পুলিশ সুপার কুদ্দুছ ফরাজী জানান, নিহতদের মরদেহ উদ্ধার করা হয়েছে। কি ঘটনা ঘটেছে সেটি ঘন্টাখানেক পর জানা যাবে।
উল্লেখ্য, গত ৫ মার্চ শনিবার বান্দরবানের রোয়াংছড়ি উপজেলায় সন্ত্রাসীরা জেএসএস এ সদস্য উনুমং মার্মা (৪৫)কে গুলি করে হত্যা করা হয়।