লামায় স্ত্রীর নির্যাতনে স্বামীর বিষপানে আত্মহত্যা
॥ মোহাম্মদ রফিকুল ইসলাম, লামা ॥
লামার ফাঁসিয়াখালী ইউনিয়নে বউয়ের জ্বালা যন্ত্রণা সইতে না পেরে ক্যওচিং মার্মা (৪৮) নামে একজন বিষপানে আত্মহত্যা করেছে। ইউনিয়নের বনপুর ছোট মার্মা পাড়ায় শুক্রবার (৪ মার্চ) রাত ১টায় এই ঘটনা ঘটে।
বিষপানের পরপরই ক্যওচিং মার্মাকে সিএনজি করে রাত ৩টায় লামা সরকারি হাসপাতালে আনা হলে কর্তব্যরত ডাক্তার তাকে মৃত ঘোষণা করে। সে ফাঁসিয়াখালী ইউনিয়নের ছোট মার্মা পাড়ার মৃত ক্যওজাইংহ্লা মার্মার ছেলে।
বিষপানে মৃত্যুর ঘটনার সত্যতা নিশ্চিত করে স্থানীয় ওয়ার্ড মেম্বার আপ্রুসিং মার্মা বলেন, ক্যওচিং মার্মার প্রচন্ড পেট ব্যাথা ছিল। পেট ব্যথা সহ্য করতে না পেরে বিষপান করেছে। নিহতের পরিবারের কারো অভিযোগ না থাকায় নিহতের পরিবার ময়নাতদন্ত ছাড়া লাশের শেষকার্য্য সম্পাদন করতে আগ্রহী।
নাম প্রকাশ না করা সত্ত্বে ওই পাড়ার কয়েকজন বলেন, ক্যওচিং মার্মা পারিবারিক অশান্তি থেকে বিষপান করেছে বলে জানা যায়। তার স্ত্রী তাকে খুব নির্যাতন করতো। আগেও ২/৩ বার বিষপান করে এই লোক আত্মহত্যা করতে চেয়েছিল।
লামা থানা পুলিশের অফিসার ইনচার্জ (তদন্ত) শিবেন বিশ্বাস বলেন, নিহতের লাশ হাসপাতাল থেকে লামা থানায় আনা হয়েছে। নিহতের পরিবারের কারো অভিযোগ না থাকায় লাশ পরিবারের লোকজনের কাছে দেয়া হয়েছে।