[vc_row][vc_column css=”.vc_custom_1596871563159{margin-bottom: 0px !important;}”][vc_column_text css=”.vc_custom_1596874329023{padding-top: -30px !important;}”]

শিরোনাম
খাগড়াছড়িতে অপহৃত ৫শিক্ষার্থীর মধ্যে লংঙি ম্রো বান্দরবান উপজেলা আলীকদমেরখাগড়াছড়ির রামগড়ে দুই কোচিং সেন্টারকে ৫০ হাজার টাকা জরিমানাখাগড়াছড়ির রামগড়ে দুই বসতবাড়ি আগুনে ভষ্মিভুতদীঘিনালায় গার্ল গাইডস এসোসিয়েশনের ৫দিনব্যাপি বিজ্ঞপাখি মৌলিক প্রশিক্ষণ সম্পন্নখাগড়াছড়ির দীঘিনালায় বাড়ির সদস্যদের অজ্ঞান করে দূর্ধষ চুরিগুণগত শিক্ষা জাতিগত ভেদাভেদ ভুলিয়ে দিতে পারবে: রাঙ্গামাটিতে জলখেলি অনুষ্ঠানে সুপ্রদীপনৃ-গোষ্ঠীর আগে ক্ষুদ্র শব্দটি ব্যবহার করতে চাই না: জলকেলীতে উপদেষ্টা সুপ্রদীপবান্দরবানের আলীকদমে মার্মা সম্প্রদায়ের মাহাঃ সাংগ্রাই পোয়েঃ-২০২৫ উৎসব পালনপুরোনো দিনের গ্লানি মুছে যাক সাংগ্রাইয়ের মৈত্রীময় জলেবান্দরবানের থানচিতে খ্রীস্টান সম্প্রদায়ের গুড ফ্রাইডের উপহার দিলেন সেনাবাহিনী
[/vc_column_text][/vc_column][/vc_row]

বান্দরবানে রোয়াংছড়িতে ধর্ষণের পর গলা কেটে হত্যা

৩৩

॥ আকাশ মারমা মংসিং,বান্দরবান ॥

রোয়াংছড়ি উপজেলায় নোয়াপতং ইউনিয়নের ঝিড়িতে চুইরংমা মামরা (৪০) নামে নারীকে ধষর্ণের পর গলা কেটে হত্যা করেছে গাছ কাটার শ্রমিকরা। এলাকাবাসী খবর দিলে ঘটনাস্থল থেকে লাশ উদ্ধার করে পুলিশ।

নিহত চুইরংমা মারমা (৪০), সে রোয়াংছড়ি উপজেলার ৪নং নোয়াপতং ইউনিয়নের ৮নং ওয়ার্ডের মহিলা কারবারি পাড়ার গ্রামে সাথোয়াইপ্রু মারমা মেয়ে।

বৃহস্পতিবার(৩ মার্চ ) রাতে রোয়াংছড়ি উপজেলার ৪নং নোয়াপতং এলাকায় ঘটনাটি ঘটেছে বলে পুলিশ ও স্থানীয় সুত্রে জানা যায়।

ভিকটিমের বড় ছেলে উশৈচিং মারমা বলেন, প্রতিদিনের মতন সকাল হলে ভাত নিয়ে আমার মা জুমে হলুদ তুলতে যায় । বিকালে বাসা না পৌছলে বাবা জুমে গিয়ে খোজাখোজি করলে হলুদ ও ভাতের থালা ওলট পালট দেখতে পায়। পরে বাবা গ্রামে এসে পাড়াবাসীদেরকে খবর দেই। এসময় এলাকাবাসী জুমে গিয়ে খোজাখোজি করলে ঝিড়ি থেকে মায়ের গলা কাটা লাশ ও ঘটনাস্থল থেকে দুইটি লাঠি, ধামা দা ও একটি কোদাল পাওয়া গেছে।

স্থানীয় ও পুলিশ সূত্রে আরো জানা যায়, প্রতিদিনের মত নিহত চুইরংমা মারমা (৪০) নিজ জুমে হলুদ তুলতে যায়। সন্ধ্যায় নামলে কাজ শেষ করে ফেরার পথে কয়েকজন গাছ কাটার শ্রমিক তাকে একা পেয়ে নোয়নপতং ঝিড়িতে ধষর্ণ করে গলা কেটে পালিয়ে যায়। কে বা কারা এ ঘটনাটি ঘটিয়েছে এব্যাপারে তথ্য পাওয়া যায়নি।

এ বিষয়ে নোয়াপতং ইউনিয়ন চেয়ারম্যান চনুমং মার্মা বলেন, চুরংইমা সন্ধ্যায় বাড়ীতে আসা দেরী হলে তার সন্তানেরা খোঁজাখুজি করে জুম ঘরের পাশে গলা কাটা লাশ খুঁজে পায়। কে বা কারা ঘটিয়েছে সেটা বলা যাচ্ছে না।

রোয়াংছড়ি থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ আবদুল মান্নান বলেন, এ ঘটনা ময়না তদন্তের মাধ্যমে জানা যাবে।