[vc_row][vc_column css=”.vc_custom_1596871563159{margin-bottom: 0px !important;}”][vc_column_text css=”.vc_custom_1596874329023{padding-top: -30px !important;}”]

শিরোনাম
পাহাড়ের উন্নয়নে ঐক্য ও সম্প্রীতির বিকল্প নেই: খাগড়াছড়িতে নাহিদ ইসলামদীঘিনালায় নদীর গর্ভে বিলিন রাস্তা সাঁকো দিয়ে চলাচলখাগড়াছড়িতে কিশোরী ধর্ষণের প্রতিবাদে দীঘিনালায় মানববন্ধনশিক্ষার্থীরা পড়ালেখায় ফাঁকি দেয়ার অন্যতম কারণ ফেসবুক, ইউটিউব ও ইন্টারনেটথানচিতে আবাসিক ছাত্রাবাস ভবনের ছাদে ফাটল, ঝুঁকিতে ৭০জন শিক্ষার্থীরাঙ্গামাটির রাজস্থলীতে কৃষকদলের বৃক্ষরোপণ কর্মসূচি পালিতখাগড়াছড়ির রামগড় বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে ফলজ চারা বিতরণরাঙ্গামাটির কাপ্তাইয়ে বিএনপির বিক্ষোভ মিছিল৭২এর মুজিববাদী সংবিধানে সকল জাতিগোষ্ঠীকে অন্তর্ভুক্ত করা হয়নি: নাহিদ ইসলামকাপ্তাইয়ে ভোক্তা অধিকার এর অভিযানে ৩ প্রতিষ্ঠানকে জরিমানা
[/vc_column_text][/vc_column][/vc_row]

বান্দরবানে রোয়াংছড়িতে ধর্ষণের পর গলা কেটে হত্যা

৩৪

॥ আকাশ মারমা মংসিং,বান্দরবান ॥

রোয়াংছড়ি উপজেলায় নোয়াপতং ইউনিয়নের ঝিড়িতে চুইরংমা মামরা (৪০) নামে নারীকে ধষর্ণের পর গলা কেটে হত্যা করেছে গাছ কাটার শ্রমিকরা। এলাকাবাসী খবর দিলে ঘটনাস্থল থেকে লাশ উদ্ধার করে পুলিশ।

নিহত চুইরংমা মারমা (৪০), সে রোয়াংছড়ি উপজেলার ৪নং নোয়াপতং ইউনিয়নের ৮নং ওয়ার্ডের মহিলা কারবারি পাড়ার গ্রামে সাথোয়াইপ্রু মারমা মেয়ে।

বৃহস্পতিবার(৩ মার্চ ) রাতে রোয়াংছড়ি উপজেলার ৪নং নোয়াপতং এলাকায় ঘটনাটি ঘটেছে বলে পুলিশ ও স্থানীয় সুত্রে জানা যায়।

ভিকটিমের বড় ছেলে উশৈচিং মারমা বলেন, প্রতিদিনের মতন সকাল হলে ভাত নিয়ে আমার মা জুমে হলুদ তুলতে যায় । বিকালে বাসা না পৌছলে বাবা জুমে গিয়ে খোজাখোজি করলে হলুদ ও ভাতের থালা ওলট পালট দেখতে পায়। পরে বাবা গ্রামে এসে পাড়াবাসীদেরকে খবর দেই। এসময় এলাকাবাসী জুমে গিয়ে খোজাখোজি করলে ঝিড়ি থেকে মায়ের গলা কাটা লাশ ও ঘটনাস্থল থেকে দুইটি লাঠি, ধামা দা ও একটি কোদাল পাওয়া গেছে।

স্থানীয় ও পুলিশ সূত্রে আরো জানা যায়, প্রতিদিনের মত নিহত চুইরংমা মারমা (৪০) নিজ জুমে হলুদ তুলতে যায়। সন্ধ্যায় নামলে কাজ শেষ করে ফেরার পথে কয়েকজন গাছ কাটার শ্রমিক তাকে একা পেয়ে নোয়নপতং ঝিড়িতে ধষর্ণ করে গলা কেটে পালিয়ে যায়। কে বা কারা এ ঘটনাটি ঘটিয়েছে এব্যাপারে তথ্য পাওয়া যায়নি।

এ বিষয়ে নোয়াপতং ইউনিয়ন চেয়ারম্যান চনুমং মার্মা বলেন, চুরংইমা সন্ধ্যায় বাড়ীতে আসা দেরী হলে তার সন্তানেরা খোঁজাখুজি করে জুম ঘরের পাশে গলা কাটা লাশ খুঁজে পায়। কে বা কারা ঘটিয়েছে সেটা বলা যাচ্ছে না।

রোয়াংছড়ি থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ আবদুল মান্নান বলেন, এ ঘটনা ময়না তদন্তের মাধ্যমে জানা যাবে।