[vc_row][vc_column css=”.vc_custom_1596871563159{margin-bottom: 0px !important;}”][vc_column_text css=”.vc_custom_1596874329023{padding-top: -30px !important;}”]

শিরোনাম
দীঘিনালায় যৌথবাহিনীর হাতে অস্ত্রসহ ইউপিডিএফ কর্মী আটকবান্দরবানে রিপোর্টার্স ইউনিটির ভবন জোড়পূর্বক দখলের অভিযোগবান্দরবানের থানচিতে ১১ দফা দাবিতে বিক্ষোভ মিছিল ও গণসমাবেশমানিকছড়িতে চাঁদাবাজি করতে এসে জনতার হাতে অস্ত্রসহ সন্ত্রাসী আটকবরকল উপজেলার ভূষণছড়া ইউনিয়ন পরিষদে প্রশাসক নিয়োগরাঙ্গামাটির লংগদুতে নৌকার কিছু নেতাকর্মী এখন ট্রাকে উঠে গেছেকাজে দীর্ঘসূত্রতা পরিহার এবং স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত করতে হবে-পার্বত্য উপদেষ্টাসড়ক দুর্ঘটনায় কাপ্তাই বিএফআইডিসি এলপিসি শাখার কর্মচারী নিহতমানিকছড়ির নবাগত ইউএনও’র সাথে বাংলাদেশ মারমা ঐক্য পরিষদের শুভেচ্ছা বিনিময়খাগড়াছড়িতে বন্যাকবলিত শিক্ষার্থীদের শিক্ষা উপকরণ বিতরণ
[/vc_column_text][/vc_column][/vc_row]

বাঁচতে চাই দু’জনই 

কাপ্তাইয়ে স্বামীর লিভার সিরোসিস ও স্ত্রীর দুটি কিডনি নষ্ট

৩২

॥ কবির হোসেন, কাপ্তাই ॥

মানুষ মানুষের জন্য, জীবন জীবনের জন্য একটু সহানুভূতি কি মানুষ পেতে পারেনা। রাঙ্গামাটি কাপ্তাই শিলছড়িতে স্বামীর লিভার সিরোসিস স্ত্রীর দু’টি কিডনী নষ্ট হওয়ায় সাহায্যের আবেদন। ঘর,সংসার,ব্যবসা,সম্পত্তি,সুখ সব ছিলো। কিন্ত দেড় বছর যাবৎ মরণব্যাধি লিভার সিরোসিসসহ নানান রোগে আক্রান্ত হয়ে মৃত্যুর সাথে পাঞ্জা লড়ছে মোস্তফা মিয়া (৩৮) ও তার স্ত্রী নাছিমা বেগম (৩০)। এরা কাপ্তাইয়ের ৫নং ওয়াগ্গা ইউনিয়ন,৯নং ওয়ার্ডের শিলছড়িস্থ বেলুয়াছড়া বসবাস করে। মোস্তফা মিয়া চিকিৎসার জন্য সব হারিয়ে এখন অন্যর ভাড়া করা ঘরে বসবাস করছে। নিজের চিকিৎসার করার পাশাপাশি মরার উপর খাড়ার ঘা হয়ে দাঁড়িয়েছে নিজ স্ত্রী নাছিমা বেগমের। দীর্ঘ ৫ মাস যাবৎ তার স্ত্রীর দু’টি কিডনী সম্পূর্ণ নষ্ট হয়ে গেছে।

এদিকে স্ত্রীর চিকিৎসা করতে দু’দিন পর পর চট্রগ্রামে ডাইলোসিস করতে ১২/১৫ হাজার টাকা খরচ হয়। প্রতিদিন মোস্তফার এক হাজার ও মাসে তিনটি ইনজেকশন বাবদ খরচ হয় তিন হাজার এবং প্রতি মাসে স্বামী-স্ত্রীর খরচ লাগে ৪০/৫০হাজার টাকা ।এর মধ্যে মোস্তফার গলায় ৫টি রিং বসানো হয়েছে। সংসারে বৃদ্ব মা,এস,এস,সি পরীক্ষার্থী মেয়ে,৪ভাই ৩ বোনের সংসারের এদের দু’জনের চিকিৎসা বাবদ সহায়-সম্বল সব হারিয়ে এখন পথে বসেছে। মোস্তফা মিয়া চট্রগ্রামের মেডিসিন বিশেষজ্ঞ ডাক্তার মোঃ শাহাদাত হোসেন ও স্ত্রী নাসিমা বেগম চট্টগ্রাম মেডিকেল হাসপাতালে কিডনি রোগ বিশেষজ্ঞ সহকারী অধ্যাপক ডাক্তার এম এস হায়দার রশ্নীর চিকিৎসা ও পরামর্শ নিচ্ছেন ।

মোস্তফার গত কয়েকদিন যাবত মুখ ও মল পথে রক্ত ঝরছে। প্রতিনিধিকে অঝোর কান্না কন্ঠে মোস্তফা জানান আমার স্ত্রীকে বাঁচাতে সমাজের বিত্তবান ও সর্বস্তরের লোকজনের সাহায্য সহযোগিতা চাই। এদিকে স্ত্রী নাছিমা বেগম জবাবে তার স্বামীকে বাঁচাতে সর্বস্তরের লোকজনের নিকট মানবিক সাহায্যর আবেদন জানান।পঁয়ষট্টি ঊর্ধ্বে মোস্তফার বৃদ্ব মা হোসনেয়ারা বেগম জানান, ছেলে ও তার স্ত্রী চিকিৎসা বাবদ সব হারিয়ে এখন পথে বসেছে।কখনো খায় কখনো না খেয়ে রাত্রি যাপন করে।তার কান্নায় আকাশ ভারি হয়ে উঠেছে। ছেলে- বৌর চিকিৎসার জন্য সমাজ তথা প্রবাসী, এনজিও,বিত্তবানসহ সর্বস্তরের লোকজনের নিকট সাহায্যের আবেদন জানান। সাহায্য ও যোগাযোগ মোঃ মোস্তফা মিয়া -০১৮৫-১৩৯৪০০২(বিকাশ)। নাছিমা বেগম হিসাবনং-৫৪০৩১০১০১১১৩৮ সোনালি ব্যাংক লিঃ বড়ইছড়ি শাখা কাপ্তাই, রাঙ্গামাটি।